নিজস্ব প্রতিবেদক

  ১৬ মে, ২০১৯

রাজধানীর ধুলা নিরসনে ২ সিটির অবহেলা রয়েছে

রাজধানীতে রাস্তার ধুলা সমস্যা নিরসনে দুই সিটি করপোরেশনের অবহেলা রয়েছে। ঠিকভাবে দায়িত্ব পালন করা হচ্ছে না। এমনটাই মনে করছেন হাইকোর্ট। আগামী এক মাসের মধ্যে দুই সিটি করপোরেশনকে আবার এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে বলেছেন আদালত। বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা শহরের ধুলা সমস্যা রোধে রাস্তায় পানি ছিটানোর ব্যাপারে দায়িত্বে অবহেলার জবাব দিতে গতকাল সকালে হাইকোর্টে যান দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী মোস্তাফিজুর রহমান ও উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আবদুল হাই।

এ সময় আদালত জানান, হাইকোর্টে সিটি করপোরেশনের দেওয়া প্রতিবেদন সঠিক নয়। দুই সিটির সেবা নিয়ে নির্বাহী প্রধানদের ব্যাখ্যায়ও সন্তুষ্ট নন আদালত। এ ছাড়া বর্ষার আগেই মশা নিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close