নিজস্ব প্রতিবেদক

  ১১ মে, ২০১৯

ঈদযাত্রা

১৭ মে থেকে বাসের অগ্রিম টিকিট

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৭ মে থেকে ঘরমুখো মানুষের জন্য দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের টিকিট বিক্রির মাধ্যমে শুরু হবে এবারের ঈদের টিকিট বিক্রির কার্যক্রম। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনভুক্ত বাস কোম্পানিগুলোর মালিকদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রমেশ চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী ১৭ মে থেকে আগাম টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওইদিন সকাল থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ভাড়া বেশি না নেওয়ার জন্যও আলোচনা হয়েছে। সরকার নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হবে। তিনি আরো জানান, প্রতি বছরের মতো এবারও গাবতলী, টেকনিক্যাল ও কল্যাণপুর থেকে উত্তর ও দক্ষিণবঙ্গগামী বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে আগের মতো তাৎক্ষণিক টিকিট বিক্রি করা হবে। এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় একই সময়ে বাসের চাপ কম পড়বে। এদিকে, বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২২ মে থেকে ঈদের ট্রেনের আগাম টিকিট দেওয়া শুরু করবে। এ ছাড়াও ঈদের ফিরতি টিকিট বিক্রি হবে ২৯ মে থেকে ২ জুন পর্যন্ত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close