চট্টগ্রাম ব্যুরো

  ০৯ এপ্রিল, ২০১৯

উড়োজাহাজের টয়লেটে মিলল ২৩ কেজি স্বর্ণবার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে তল্লাশি করে ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। বারগুলোর আনুমানিক মূল্য প্রায় ১২ কোটি টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে বিমানের দুই কর্মচারীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সকালে শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারা উড়োজাহাজটির টয়লেটে তল্লাশি চালিয়ে স্বর্ণবারগুলো উদ্ধার করেন। শুল্ক গোয়েন্দা অধিদফতরের উপকমিশনার মারুফ খান বলেন, সকাল ৮টা ৫ মিনিটে আবুধাবি থেকে ফ্লাইটটি শাহ আমানতে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে আমরা তল্লাশি চালাই। এ সময় বিমানের টয়লেটে টিস্যু ফেলার বিনে ২০০টি স্বর্ণবার পাওয়া যায়। বারগুলো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো প্যাকেটে ছিল। এ ঘটনায় বিমানের এক ক্লিনার এবং একজন টেকনিশিয়ানকে আটক করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close