প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ১৭ মার্চ, ২০১৯

স্কুলে যাওয়া হলো না আনিকার

ফেনীর দাগনভূঞায় ট্রাক্টরের ধাক্কায় স্কুলভ্যান আরোহী আইনুন নাহার আনিকা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় ওই স্কুলভ্যানের চালকসহ আরো তিন শিশু মারাত্মক আহত হয়। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার দুধমুখা বাজারে এ ঘটনা ঘটে। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারীতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বরগুনার আমতলীতের ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে ৪০ যাত্রী। প্রতিনিধিদের পাঠানো খবরÑ

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি জানান, ট্রাক্টরের ধাক্কায় নিহত আনিকা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের চন্ডীপুর গ্রামের ডা. এনামুল হকের বাড়ির আনিসুর রহমানের মেয়ে। আহত আইনুন (১০), হিমেল (৭) ও মাহাদি (৭) নামে তিন শিশুসহ চালক বেলাল হোসেন (৪০) দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে দুধমুখা আইডিয়াল কিন্ডারগার্টেনের ভ্যানটি শিক্ষার্থীদের নিয়ে দুধমুখা বাজারে পৌঁছালে পেছন দিক থেকে ব্রিক ফিল্ডের মাটিবোঝাই একটি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই আনিকার মৃত্যু হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছালেহ আহমদ জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা ফেনী-বসুরহাট সড়ক অবরোধ করে। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের হাটহাজারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় রুবেল (২৯) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের বাসস্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। সে পৌরসভার পূর্ব দেওয়ান নগর ৩নং ওয়ার্ড নুর আলম সওদাগরের বাড়ির আব্দুল খালেকের ছেলে।

আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, পটুয়াখালীর আমতলীতে সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৪০ যাত্রী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টায় উপজেলার ঘটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান, গাড়িটি আটক করা হয়েছে। চালক-হেলপার পলাতক রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close