নিজস্ব প্রতিবেদক

  ১৪ মার্চ, ২০১৯

ইন্টারনেটে ‘এক দেশ এক রেট’ চাইলেন মন্ত্রী

টেলিকম সেক্টরে সেবার মানে কোনো ছাড় দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি অপারেটরদের কাছে দাবি তোলেন, ‘এক দেশ এক রেট’ হতে হবে। গ্রামাঞ্চলে জন্ম নেওয়া তো কারো অপরাধ নয়। তাহলে একই সেবা নিয়ে তাদের কেন বেশি বিল দিতে হবে? ফলে সবাই যেন সমান সুবিধা পান সেটা নিশ্চিত করতে হবে। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক টিআরএনবি আয়োজিত ‘ডিজিটাল সেবায় ট্রান্সমিশন নেটওয়ার্ক, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম সজলের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক সমীর কুমার দে। আলোচনায় অংশ নেন ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী, সামিট কমিউনিকেশনের সিইও আরিফ আল ইসলাম, গ্রামীণফোনের ডেপুটি সিইও ইয়াসির আজমান, আইএসপিবির সভাপতি আমিনুল হাকিম, এমটবের সাবেক সেক্রেটারি জেনারেল টিআইএম নুরুল কবির প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close