শাহ্জাহান সাজু

  ২৪ ফেব্রুয়ারি, ২০১৯

খেলাপি ঋণ আদায়

রাষ্ট্রায়ত্ত ৮ ব্যাংক লক্ষ্য পূরণ করতে পারেনি

চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ৮ ব্যাংক খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। চলতি অর্থবছর ব্যাংকগুলোকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয় তার মধ্যে প্রথম ৬ মাসে প্রায় ১ হাজার ৯৩৪ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করতে পেড়েছে। যা লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ। তবে লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে আছে বিডিবিএল, সোনালী ও বেসিক ব্যাংক। অন্যদিকে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি অবশিষ্ট পাঁচটি ব্যাংক। এর মধ্যে সবচেয়ে পিছিয়ে রূপালী ব্যাংক। এরপরই জনতা ও অগ্রণী ব্যাংক। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক, বিডিবিএল, বিকেবি ও রাকাবকে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয় ৫ হাজার ৮০ কোটি টাকা। এর বিপরীতে অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যাংকগুলো আদায় করেছে ১ হাজার ৯৩৩ কোটি ৯২ লাখ টাকা।

সূত্র জানায়, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে সোনালী ব্যাংক ৯০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৬১৪ কোটি ২৮ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার প্রায় ৬৮ দশমিক ২৫ শতাংশ। জনতা ব্যাংক ৪৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ১৫৮ কোটি ০৪ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৩৫ দশমিক ১২ শতাংশ। এছাড়া অগ্রণী ব্যাংক ৫০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ১৭৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ; রূপালী ব্যাংক ১০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ১১৪ কোটি ৮৮ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ১১ দশমিক ৪৯ শতাংশ; বেসিক ব্যাংক ১৪০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৭৭ কোটি ৮৯ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৫৫ দশমিক ৬৪ শতাংশ; বিডিবিএল ৯০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৬৫ কোটি ৪০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৭২ দশমিক ৬৭ শতাংশ; বাংলাদেশ কৃষি ব্যাংক ১ হাজার ৬০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৫৪৯ কোটি ৪৩ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৩৪ দশমিক ৩৪ শতাংশ এবং রাকাব ৪০০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ১৭৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৪৩ দশমিক ৭৫ শতাংশ।

সূত্র আরো জানায়, এর বাইরে অবলোপনকৃত খেলাপি ঋণ থেকে চলতি অর্থবছরে আটটি ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা হচ্ছে ৫৬১ কোটি টাকা। বিপরীতে ব্যাংকগুলো চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে আদায় করেছে ২০৪ কোটি ৬৩ লাখ টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ের হার ৩৬ দশমিক ৪৮ শতাংশ। এক্ষেত্রে অবলোপন খাত থেকে আদায়ে লক্ষ্যমাত্রার তুলনায় এগিয়ে আছে রূপালী ও বিডিবিএল এবং সবচেয়ে পিছিয়ে আছে বেসিক ব্যাংক। অবলোপনকৃত খেলাপি ঋণ খাত থেকে ২০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে সোনালী ব্যাংক আদায় করেছে ৮৭ কোটি ১৬ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৪৩ দশমিক ৪৮ শতাংশ। জনতা ব্যাংক ১৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ১৮ কোটি ৯৩ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ১৪ দশমিক ৫৬ শতাংশ। এছাড়া ১৫০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে অগ্রণী ব্যাংক আদায় করেছে ৪৬ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৩০ দশমিক ৬৭ শতাংশ; ৩৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রূপালী ব্যাংক আদায় করেছে ২৫ কোটি ৪৮ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ৭২ দশমিক ৮ শতাংশ; ১০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বেসিক ব্যাংক আদায় করেছে প্রায় ২০ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ২ শতাংশ; ৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিডিবিএল আদায় করেছে ১৮ কোটি ৮৩ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৬২ দশমিক ৭৭ শতাংশ; ৪ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে বিকেবি ৭ কোটি ৩ লাখ টাকা এবং ২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে রাকাব ১ কোটি টাকা আদায় করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close