নিজস্ব প্রতিবেদক

  ১৬ ফেব্রুয়ারি, ২০১৯

একুশ আমাদের ভাষা বিকাশের চেতনা

বাংলা ভাষা বাংলাদেশের সংবিধান স্বীকৃত রাষ্ট্রভাষা। এ ভাষার রয়েছে নিজস্ব বর্ণমালা। বাংলা সাহিত্য সম্ভার নিঃসন্দেহে বিশ্বমানের।

এসব কিছুই বাংলা ভাষার জন্য ইতিবাচক উপাদান। এ ছাড়া সারা বিশ্বে বর্তমানে বাংলা ভাষীর সংখ্যা প্রায় ৩০ কোটি। এর মধ্যে বাংলাদেশে ১৬ কোটি, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা মিলিয়ে ১২ কোটি এবং সারা পৃথিবীময় ছড়িয়ে থাকা বাঙালি সংখ্যা কমবেশি এক থেকে দেড় কোটি। সুতরাং এদিক থেকে পৃথিবীর ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষার অবস্থান পঞ্চম। বাংলা ভাষার মান ও গ্রহণযোগ্য বাড়িয়েছে ১৯৫২ অর্থাৎ ওই বছরের ফেব্রুয়ারিতে হওয়া রাষ্ট্রভাষা আন্দোলন। একুশের শহীদদের তাজা রক্ত আমাদের মায়ের ভাষার ইজ্জত বাড়িয়েছে দেশ-বিদেশে।

মাতৃভাষার জন্য আমাদের ভালোবাসার কমতি নেই বিন্দুমাত্র। প্রতি বছর একুশ এলে হাতে হাতে শ্রদ্ধার ফুল আর শোকের কালো পোশাকে সে ভালোবাসার বহিঃপ্রকাশ দেখতে পাই। এ ভাষার রয়েছে নিজস্ব বর্ণমালা। বাংলা সাহিত্য সম্ভার নিঃসন্দেহে বিশ্বমানের। এসব কিছুই বাংলা ভাষার জন্য ইতিবাচক উপাদান। এ চেতনাই আমাদের ভাষা বিকাশের চেতনা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close