আন্তর্জাতিক ডেস্ক

  ১৫ ফেব্রুয়ারি, ২০১৯

ইরানে আত্মঘাতী হামলায় নিহত এলিট ফোর্সের ২৭ জন

ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলায় দেশটির এলিট ফোর্স রেভল্যুশনারি গার্ড বাহিনীর ২৭ সদস্য নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন ১৩ জন। গত বুধবার এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। সুন্নি জঙ্গিগোষ্ঠী জইশ আল আদল (আর্মি অব জাস্টিস) হামলার দায় স্বীকার করেছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রেভল্যুশনারি গার্ডের এক বিবৃতিতে বলা হয়, তাদের সদস্যরা বাসে করে যাওয়ার সময় এক আত্মঘাতী বোমারু বিস্ফোরক ভর্তি একটি গাড়ি নিয়ে হামলা করে। পাকিস্তান সীমান্তের কাছে ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলার এ ঘটনাটি ঘটে।

গত বুধবার এ হামলার জন্য যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের আঞ্চলিক মিত্রদের দোষারোপ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।

ইসরায়েলের নাম নিলেও আঞ্চলিক কোন মিত্রদেশগুলোকে দায়ী করছেন তা রুহানি উল্লেখ করেননি। শিয়া মুসলিম অধুষ্যিত দেশ ইরান প্রধানত যুক্তরাষ্ট্রের মিত্রদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না। ইসরায়েলও ইরানকে তাদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। ইরান এর আগে দেশের নিরাপত্তা বাহিনীর ওপর রক্তক্ষয়ী হামলার জন্য এর প্রধান আঞ্চলিক প্রতিপক্ষ সৌদি আরবকে দোষারোপ করেছিল। তবে রিয়াদ সব অভিযোগ অস্বীকার করেছে। গত বছর ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের হামলায় রেভল্যুশনারি গার্ডের ১২ সদস্যসহ ২৫ জন নিহত হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close