নিজস্ব প্রতিবেদক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

ট্রাফিক আইন লঙ্ঘন

ঢাকায় এক দিনে ৪০৮২ মামলা

ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গ করে উল্টো পথে গাড়ি চালানোর অপরাধে ৬৭৭টি যানবাহনকে মামলা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক পুলিশ। গত শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে পুলিশ সদস্যরা এই মামলা দেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগ থেকে পাঠানো এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ৪ হাজার ৮২টি মামলা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্টো পথে গাড়ি চালানোর কারণে ৬৭৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দেওয়া হয়। এছাড়া হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৮৮টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য আটটি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ২৬টি মামলা দেওয়া হয়। অভিযানে সাতটি গাড়ি ডাম্পিং ও ৬১১টি গাড়ি রেকার করা হয়েছে। অভিযানে ট্রাফিক আইন অমান্য করার কারণে ১ হাজার ৬০১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ৮৭টি মোটরসাইকেল আটক করা হয়।

এদিনের অভিযান থেকে মোট ২০ লাখ ৩০ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করেছে ডিএমপি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close