নিজস্ব প্রতিবেদক

  ১১ ফেব্রুয়ারি, ২০১৯

ক্রিসেন্টের কাদেরসহ ২০ জনের নামে মামলার অনুমোদন

জনতা ব্যাংকের ১ হাজার ৭৪৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদেরসহ ২০ জনের বিরুদ্ধে পাঁচ মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ক্রিসেন্ট গ্রুপের চেয়ারম্যান এম এ কাদের ভাই জাজ মাল্টিমিডিয়ার প্রধান ও ক্রিসেন্ট ফুটওয়্যারের চেয়ারম্যান এম এ আজিজ এবং সোনালী ব্যাংকের ডিএমডি জাকির হোসেন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন ক্রিসেন্ট গ্রুপের পরিচালক ও রিমেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক লিটুল জাহান মিরা, ক্রিসেন্ট লেদার প্রোডাক্টস ও ক্রিসেন্ট ট্যানারিজের ব্যবস্থাপনা পরিচালক সুলতানা বেগম মনি, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার (সাময়িক বরখাস্ত) আবদুল্লাহ আল মামুন, মনিরুজ্জামান, সাইদুজ্জাহান, প্রিন্সিপাল অফিসার (সাময়িক বরখাস্ত) মুহাম্মদ রুহুল আমিন, মগরেব আলী, খায়রুল আমিন, এজিএম (সাময়িক বরখাস্ত) আতাউর রহমান সরকার, ডিজিএম মো. ইকবাল, এ কে এম আসাদুজ্জামান, কাজী রইসউদ্দিন আহমেদ, জি এম রেজাউল করিম, ডিএমডি ফখরুল আলম।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close