নিজস্ব প্রতিবেদক

  ১৯ জানুয়ারি, ২০১৯

আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে না

পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ শনিবার দেশজুড়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে না। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি স্থগিতের বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, অনিবার্য কারণবশত ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন স্থগিত করা হয়েছে। ক্যাম্পেইনের পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।

জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের এক কর্মকর্তা বলেন, ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে আমাদের সর্বাত্মক প্রস্তুতি ছিল। তবে দেশের কোনো কোনো এলাকা থেকে খবর এসেছেÑ বয়াম খোলার পর ক্যাপসুলের জিলেটিন একটার সঙ্গে আরেকটা লেগে গেছে। যদিও পরীক্ষা করে দেখা গেছে, এটায় কোনো সমস্যা নেই। তাছাড়া শিশুদের ক্যাপসুলের ভেতরের অংশ খাওয়ানো হয়। তিনি বলেন, অবিলম্বে এ কর্মসূচির নতুন সময় ঘোষণা করা হবে। সরকারের স্বাস্থ্য নীতিমালা অনুযায়ী, ভিটামিন ‘এ’ এর অভাব পূরণে বছরে দুইবার সম্পূরক খাদ্য হিসেবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

সরকার ঘোষিত এ কর্মসূচিতে শনিবার সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের দ্বিতীয় রাউন্ডে ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল। এই কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সি সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সি সব শিশুকে একটি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা।

ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে; রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশুমৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ এর অভাবে রাতকানাসহ চোখের অন্যান্য রোগ এবং রক্তশূন্যতাও হতে পারে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close