নিজস্ব প্রতিবেদক

  ১৬ জানুয়ারি, ২০১৯

সড়কের শৃঙ্খলায় ৫৭ চেকপোস্ট

ফুটপাত উদ্ধারে অভিযান শিগগিরই

সড়কে শৃঙ্খলা ফেরাতে ঢাকার বিভিন্ন পয়েন্টে ৫৭ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে আইন প্রয়োগের পাশাপাশি ট্রাফিক আইনের সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এ ছাড়া শিগগিরই নগরীর ফুটপাত উদ্ধারে অভিযান চালানো হবে। অ্যাপভিত্তিক চলাচলরত যানবাহন নিয়ন্ত্রণের কথাও ভাবা হচ্ছে। গতকাল মঙ্গলবার গুলিস্তানে ‘ট্রাফিক শৃঙ্খলা পক্ষ-২০১৯’ উদ্বোধনকালে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া এসব কথা জানান। প্রধান অতিথি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কর্মসূচির উদ্বোধন করেন।

ডিএমপি কমিশনার জানান, গত বছর নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের পর সড়কে শৃঙ্খলা ফেরাতে ডিএমপি ট্রাফিক বিভাগ নানা পদক্ষেপ নিয়েছিল। যার ধারাবাহিকতায় এবারের ট্রাফিক শৃঙ্খলা পক্ষ ঘোষণা করা হচ্ছে।

তিনি বলেন, কয়েক মাসের অভিযানের পর এখন রাস্তায় হেলমেটবিহীন মোটরসাইকেল আরোহী নেই বললেই চলে। ইতোমধ্যে নগরীর ১৩০টি বাসস্টপেজ চিহ্নিত করা হয়েছে। স্টপেজগুলো সুন্দর করতে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। গত বছর পরিচালিত অভিযান নগরবাসীকে ফুটওভারব্রিজ-আন্ডারপাস ব্যবহারসহ নানা সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। এবার ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উপলক্ষে নগরীজুড়ে বিভিন্ন পয়েন্টে ৫৭টি চেকপোস্ট স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে আইন প্রয়োগের পাশাপাশি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সচেতনতা তৈরি করাই মূল উদ্দেশ্য।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ঢাকায় ব্যাপক উন্নয়নমূলক কাজ চলছে, যার ফলে সংগত কারণেই যানজট রয়েছে। কিন্তু এই যানজট সহনশীল রাখাই বড় চ্যালেঞ্জ। ডিএমপি ট্রাফিক বিভাগের সাড়ে চার হাজার কর্মী সড়কের শৃঙ্খলা রক্ষায় অহর্নিশ কাজ করে যাচ্ছে। ঐকান্তিক প্রচেষ্টায় যানজট সহনশীল রাখতে কাজ করে যাচ্ছে কিন্তু জনসাধারণের প্রত্যাশার কাছাকাছি যেতে পারিনি। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে কিন্তু তার চেয়ে বড় সমস্যা আমাদের আইন না মানার সংস্কৃতি। আমরা আইন প্রয়োগ করছি এবং করব। কিন্তু এটি সমাধান নয়। সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে শত সমস্যারও ধীরে ধীরে সমাধান হয়ে আসবে।’

ডিএমপি কমিশনার বলেন, ‘এ কার্যক্রমই শেষ নয়। বছরব্যাপী এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। এই ট্রাফিক শৃঙ্খলা পক্ষ পালনের পরই আমরা নগরীর ফুটপাত দখলমুক্ত করার অভিযানে নামব। উবার-পাঠাওসহ বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপগুলো বিপুল পরিমাণ পরিবহন নামিয়ে দিয়েছে। এদের নিয়ন্ত্রণে আনার চিন্তাভাবনাও রয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close