নিজস্ব প্র্রতিবেদক

  ১১ জানুয়ারি, ২০১৯

চালাকির রাজনীতি থেকে বিরত থাকুন

ড. কামাল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘রাত চালাকি’র নির্বাচন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হয়তো ৩০ ডিসেম্বরের নির্বাচনকে রাত চালাকিই বলতেন। রাত চালাকির কারণেই আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি।’ সবাইকে রাত চালাকির রাজনীতি থেকে বিরত থাকারও আহ্বান জানান তিনি। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভায় ড. কামাল হোসেন এই মন্তব্য করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই আলোচনা সভার আয়োজন করে গণফোরাম।

ড. কামাল হোসেন বলেন, ‘কোনো সুস্থ মানুষ দেশকে সংকটে ফেলতে পারেন না। কীভাবে একটি সুষ্ঠু নির্বাচন করা যায় তার জন্য জাতীয় সংলাপ করা হোক। জাতীয় সংলাপের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক সংবিধানের মধ্যে থেকে কীভাবে সুষ্ঠু নির্বাচন করা যায়।’

গণফোরাম সভাপতি বলেন, ‘আমি সরলভাবে বলেছিলাম, সকাল-সকাল কেন্দ্রে গিয়ে ভোট দিন এবং কেন্দ্র পাহারা দিন। কিন্তু ভোট তো রাতেই হয়ে গেছে। ভারসাম্যহীন ছাড়া কোনো সুস্থ মানুষের পক্ষে তথাকথিত নির্বাচন করা সম্ভব নয়।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close