নিজস্ব প্রতিবেদক

  ০৩ জানুয়ারি, ২০১৯

সাত জনও ‘বড় ভূমিকা’ রাখতে পারে সংসদে

ওবায়দুল কাদের

জাতীয় ঐক্যফ্রন্টের ভোটে বিজয়ীর সংখ্যা কম হলেও সংসদে তাদের ‘বড় ভূমিকা’ রাখার সুযোগ রয়েছে বলে মনে করেন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘সংসদে সাতজনও বিরাট ভূমিকা পালন করতে পারে। তাদের কণ্ঠস্বর দুর্বল নাও হতে পারে। সংখ্যায় কম হলেও মাইক তো সবার জন্য সমান। কথা তো এক সময় একজনই বলে। কণ্ঠস্বর চড়াও হতে পারে, তবে কর্কশ না হলেই হলো।’

একাদশ সংসদ নির্বাচনের তিন দিন পর বুধবার সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের। তবে ‘ভোট ডাকাতির’ অভিযোগে পুনর্র্নির্বাচনের দাবি তোলা বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সদস্যদের শপথ না নেওয়ার ইঙ্গিত প্রসঙ্গে বিএনপিকে সে পথে না হাঁটার পরামর্শ দিয়ে কাদের বলেন, ‘তাদের বিষয়টি পুনর্বিবেচনা করা উচিত। তাদের জনগণ নির্বাচিত করেছে, তারা শপথ নেবেন এবং জনগণের রায়কে সম্মান করবেনÑ এটাই আশা করি।’

ভোটে অনিয়মের অভিযোগ নিয়ে বিএনপির আইনের আশ্রয় এবং আন্দোলনের হুমকি নিয়েও কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ‘লিগ্যাল ব্যাটেল ফেস করব, নন ভায়োলেন্ট মুভমেন্ট রাজনৈতিকভাবে মোকাবিলা করব, ভায়োলেন্ট মুভমেন্ট মোকাবিলা করবে আইনশৃঙ্খলা বাহিনী। সময়ই বলে দেবে কী করতে হবে।’

নতুন মন্ত্রিসভা কবে নাগাদ হতে পারেÑ জানতে চাইলে তিনি বলেন, ‘এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার, এটা একেবারেই তার নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার। এই জবাবটা আমি দিতে চাচ্ছি না।’ মন্ত্রিসভার সম্ভাব্য আকার নিয়ে প্রশ্নেও তিনি বলেন, ‘আমি এ মুহূর্তে বলতে পারছি না। বাড়তেও পারে। প্রথমে একেবারে বাড়বে, এটাও বলা যাচ্ছে না। এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’

কাদের কাদের নিয়ে সরকার হচ্ছেÑ সাংবাদিকদের এমন প্রশ্নে কাদের বলেন, এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ১০ জানুয়ারির আগেই হবে। জাতীয় পার্টি সরকারে থাকছে কি নাÑ জানতে চাইলে তিনি বলেন, তাদের সিদ্ধান্ত জানার বিষয় আছে।

বিরোধী দল কে হচ্ছেÑ এমন প্রশ্ন করলে কাদের বলেন, ‘অপজিশন তো আছেই। অপজিশন গতবারও তো ছিল, তারাও তো আছেন। এবারের ঐক্যফ্রন্টের সাতজন আছেন। দু-তিন দিনের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে।’

নতুন সরকারে নির্বাচনী ওয়াদা পূরণ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করে কাদের বলেন, ‘ইশতেহারের যে ঘোষণা জাতির সামনে ঘোষণা করা হয়েছে, তা বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। ডেলিভারির বিষয়টা চ্যালেঞ্জ, বিশাল বিজয়ের সঙ্গে বিশাল চ্যালেঞ্জ জড়িয়ে থাকে।’

নোয়াখালীতে বিএনপির ‘দুর্গে’ জয়ের বিষয়ে কাদের বলেন, ‘দুর্গ বলে রাজনীতিতে কিছু নেই, দুর্গ ভেঙে যেতে পারে জনসমর্থনে যখন চিড় ধরে। রাজনীতি জোয়ার-ভাটা আছে। সব সময় জোয়ার থাকে না, সেটা নির্ভর করবে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপর। আমরা কি জোয়ারে থাকব, না ভাটাতে থাকব।’

এদিকে, নোয়াখালীর সুবর্ণচরের দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত কেউই রেহাই পাবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল বুধবার সচিবালয়ে সম্মেলন কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি ঘটনাটি জেনেছি। ওই নির্বাচনী এলাকা আমার নয়, কিন্তু আমার জেলায়। আমি বলতে পারি সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে আছে। এখানে অপরাধী যেই হোক শাস্তি তাকে পেতেই হবে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘আমি এ ব্যাপারে আমাদের নেত্রী শেখ হাসিনার মনোভাব জানি। ইতোমধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। সেনাবাহিনীর ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররাও বিষয়টি সিরিয়াসলি দেখছেন। প্রশাসনও তৎপর।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close