ক্রীড়া ডেস্ক

  ১১ ডিসেম্বর, ২০১৮

আজ দ্বিতীয় ওয়ানডে

জিতলেই সিরিজ বাংলাদেশের

টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। দুই ম্যাচের সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজেও দুর্দান্ত শুরু করেছে টাইগাররা। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেছেন মাশরাফিরা। আজ একই মঞ্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ক্যারিবীয়দের হারালেই সিরিজ নিশ্চিত হয়ে যাবে স্বাগতিকদের।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দারুণ জয়ের পর বিশ্রামেরও সুযোগ পাননি মাশরাফি-সাকিবরা। তবু কাল ঐচ্ছিক অনুশীলন করেছেন কেউ কেউ। অবশ্য ওয়েস্ট ইন্ডিজকে প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হারিয়েছে তাতে করে প্রথম ওয়ানডেতেই এক রকম দ্বিতীয় ম্যাচের প্রস্তুতি হয়ে গেছে ক্যারিবীয়দের।

প্রথম ম্যাচে বল হাতে আলো ছড়িয়েছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রথম বাংলাদেশি হিসেবে ২০০তম ওয়ানডে খেলতে নেমে ক্যারিবীয়দের বিপক্ষে ৩০ রানে তিন উইকেট তুলে নিয়েছেন তিনি। তার সঙ্গে তিন উইকেট শিকার করেছিলেন মুস্তাফিজুর রহমানও। বোলারদের ম্যাচে রুবেলই যা ব্যতিক্রম ছিলেন। ১০ ওভার বোলিং করে ৬১ রানে মাত্র এক উইকেট তুলে নিয়েছেন তিনি।

তবে চার ওপেনার নিয়ে খেলতে নামার সুফল বাংলাদেশ সেভাবে পায়নি। লিটন হাফসেঞ্চুরির আশা জাগিয়েও আউট হয়েছেন বাজে শট খেলে। তামিম ইকবাল, সৌম্য সরকার এবং লিটন দাশ অবশ্য পুরোপুরিই হতাশ করেছেন। আজ তাদের জ্বলে ওঠার সুযোগ। সেটা চাইবে না ক্যারিবীয়রা। কারণ হারলেই যে, হোয়াইটওয়াশের মুখে পড়বে অতিথিরা। তাই আজকের ম্যাচ জিতে সমতায় ফিরতে মরণকামড়ই দেবে ওয়েস্ট ইন্ডিজ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close