নিজস্ব প্রতিবেদক

  ২০ নভেম্বর, ২০১৮

মির্জা ফখরুলের আশাবাদ

খালেদা জিয়া নির্বাচনে অংশ নিতে পারবেন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগ নেতারা কী চায় বা কী বলে, তাদের চাওয়া-পাওয়া নিয়ে আমাদের কিছু আসে-যায় না। আমরা এখন পর্যন্ত বিশ্বাস করি, খালেদা জিয়া নির্বাচনের যোগ্য এবং নিঃসন্দেহে তিনি নির্বাচন করতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’ গতকাল সোমবার দুপুরে ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল এ কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষের অধিকারকে ফিরিয়ে আনার জন্য যে আন্দোলন ঐক্যফ্রন্ট শুরু করেছে, সেই আন্দোলনের অংশ হিসেবে আমরা নির্বাচনে অংশ নিচ্ছি। শত প্রতিকূলতার মধ্যেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাস করি। আর সেই জন্য একটা অসমতল নির্বাচনী মাঠে নির্বাচনী প্রক্রিয়ার অংশ হিসেবে যারা নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী, তাদের সাক্ষাৎকার নিচ্ছি।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনে এখনো যে প্রতিকূলতা রয়েছে, এটি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য যথেষ্ট নয়। আমাদের যেসব দাবি, সরকার তার কোনোটাই গ্রহণ করেনি। এমনকি যে কথা দিয়েছেন প্রধানমন্ত্রী, তাও রাখেননি।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা প্রায় দেখছি আমাদের প্রার্থীদের গ্রেফতার করা হচ্ছে, জেলে নেওয়া হচ্ছে। বিশেষ করে যারা সম্ভাব্য প্রার্থী, তাদের মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। আমরা এসব বিষয় নির্বাচন কমিশনের গোচরে দিয়েছি, সরকারের গোচরে দিয়েছি। কিন্তু এসব বিষয়ে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন ব্যবস্থা নিয়ে যা চলছে, তাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আমি মনে করি না। তাই আমরা আবারও আহ্বান করব অবাধ-নিরপেক্ষ নির্বাচনের জন্য সব গ্রেফতার বন্ধ করতে হবে। বিশেষ করে খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close