নিজস্ব প্রতিবেদক

  ১৭ নভেম্বর, ২০১৮

যাত্রাবাড়ীতে গ্যাসের লাইন বিস্ফোরণে শিশু নিহত, দগ্ধ ৬

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুরে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একটি শিশু নিহত হয়েছে। এ ছাড়া একই পরিবারের চারজনসহ ছয়জন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার সকাল সোয়া ৮টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম তাহসিন (৭)। একই পরিবারের দগ্ধরা হলেনÑ সুমন (৪০), তার স্ত্রী সাজুলি (৩৪), তাদের ছেলে নিশান (১৫) এবং সুমনের ফুফু (৭০)। অন্যরা হলেন আলমগীর (৩০) ও কাজলি (২৪)। তারা স্বামী-স্ত্রী এবং সুমনের প্রতিবেশী। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সুমনের নিকটাত্মীয় আবদুর রউফ জানান, সকালে হঠাৎ বিকট শব্দে গ্যাসের লাইনে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। তারা দ্রুত দগ্ধদের হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু ঘটনার ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি। ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া বলেন, দগ্ধরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন।

যাত্রীবাড়ী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, এ ঘটনায় তাহসিন নামের সাত বছরের একটি শিশু নিহত হয়েছে। দোতলার ওই বাসাতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা থাকেন। দগ্ধরা সবাই পরিচ্ছন্নতাকর্মী বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close