নিজস্ব প্রতিবেদক

  ১৬ নভেম্বর, ২০১৮

জোটবদ্ধ ভোট ঐক্যফ্রন্ট ধানের শীষে নৌকায় যুক্তফ্রন্ট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী জোটগুলো দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রতীকে নাকি তাদের দলীয় প্রতীকে নির্বাচন করবে তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ জোটবদ্ধ দলগুলোর নির্বাচনের প্রতীক কি হবে তা জানার অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন (ইসি)। মনোনয়নপত্র প্রত্যাহারের আগে বিষয়টি পরিষ্কার হলে আসনভিত্তিক প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করবে নির্বাচন আয়োজনকারী এই সংস্থাটি।

এরইমধ্যে গতকাল বৃহস্পতিবার ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জোট ঐক্যফ্রন্ট তাদের জোটের অন্যতম শরিক বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ইসিকে জানিয়েছে। তবে জোট সম্প্রসারণের কথা বলে বিকেলে ড. বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট ইসির কাছে ১০দিন সময় চেয়ে চিঠি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নৌকা প্রতীকে নির্বাচন করার আরেকটি চিঠি ইসিকে দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিকল্পধারা বাংলাদেশের একজন প্রেসিডিয়াম সদস্য এ প্রতিবেদককে বলেছেন, আমরা কোন প্রতীকে নির্বাচন করব, তা জানতে অন্য জোটভুক্ত দলগুলোর সিদ্ধান্তের জন্য অপেক্ষায় ছিলাম। যেহেতু ঐক্যফ্রন্ট তাদের প্রতীক ধানের শীষ নির্বাচনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনকে জানিয়েছে। তাই যুক্তফ্রন্টের প্রতীকও থাকবে নৌকা; এটা আপনি ধরে নিতেই পারেন।

ইসি সূত্রে জানা গেছে, সরকারি দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা এই দুটি নির্বাচনী জোট গতকাল নির্বাচন কমিশনে এ-সংক্রান্ত চিঠি পাঠিয়েছে। নির্বাচনে ধানের শীষ প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার বিষয়টি জানিয়ে ঐক্যফ্রন্টের প্রতিনিধি দল সিইসির দফতরে যান। ফ্রন্টের কেন্দ্রীয় নেতা ও গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি তাদের সিদ্ধান্তের কথা সিইসিকে জানান।

এর আগে দুপুরে মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে বৈঠক করে প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট। বৈঠক শেষে জোটের শরিক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সাংবাদিকদের জানান, জোটের সব দলের প্রার্থীরা ধানের শীষ প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

এদিকে, নির্বাচনী জোটের প্রতীক বরাদ্দের সময়সীমা ১০ দিন বাড়িয়ে ২৬ নভেম্বর করার অনুরোধ জানিয়ে সিইসিকে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বি চৌধুরী স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি গতকালই ইসিতে পৌঁছে দেন দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। তার সঙ্গে ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, বংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূইয়া। পরে প্রতিনিধি দল দলীয় কার্যালয়ে পৌঁছানোর পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটটি তাদের আগের চিঠির কার্যকারিতা স্থগিত করে আরেকটি চিঠি সন্ধ্যায় ইসিতে দিয়ে জানিয়েছে, যুক্তফ্রন্ট ‘নৌকা’ প্রতীকে নির্বাচন করবে।

চিঠিতে বলা হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পুনঃতফসিলের পর জোটের প্রতীক বরাদ্দ-সংক্রান্ত বিষয়টি অবহিত করার সময়সীমা ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। যুক্তফ্রন্টসহ অন্য রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন এক সপ্তাহ পিছিয়ে দিয়ে পুনঃতফসিল করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ধারা-২০-এর (১)-এর (এ) বিধান অনুযায়ী, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক একাধিক নিবন্ধিত রাজনৈতিক দল মিলে নির্বাচনী জোট গঠন করলে এ জোটের যেকোনো একটি দলের প্রতীক জোটভুক্ত প্রার্থীদের বরাদ্দ করা যাবে। এ ধরনের প্রতীক পেতে হলে জোটকে নির্বাচনী তফসিল ঘোষণার তিন দিনের মধ্যে ইসি বরাবর আবেদন করার বাধ্যবাধকতা রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close