কূটনৈতিক প্রতিবেদক

  ১৪ নভেম্বর, ২০১৮

অস্ট্রেলিয়ায় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসংবলিত ডাকটিকিট

অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত পৃথক দুটি ডাকটিকিট সরকারিভাবে প্রকাশ করেছে। ডাকটিকিটের মূল্য অস্ট্রেলিয়ান মুদ্রায় এক ডলার নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে অস্ট্রেলিয়ান সরকারকে প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। এর আগে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি দিয়ে ডাকটিকিট তৈরির অনুমতি গ্রহণ করে অস্ট্রেলিয়ার সরকার। এ জন্য

বাংলাদেশে এসেছিল সে দেশের সরকারি একটি প্রতিনিধিদল। ওই সময় প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর লিখিত সম্মতিক্রমেই শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসম্বলিত ডাকটিকিট ছাপানো হচ্ছে। এই ডাক টিকিট দেশটির সিডনি নগরীতে প্রথম অমুক্ত করা হয়।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়া বাংলাদেশের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু দেশ। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি অস্ট্রেলিয়া সরকার সদ্য স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close