কূটনৈতিক প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৮

সীমান্তে গুলি

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

উখিয়া সীমান্তে গুলির ঘটনায় ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার বাংলাদেশ এ বিষয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে। তবে বরাবরের মতো মিয়ানমার ঘটনার দায় অস্বীকার করেছে। সূত্র জানায়, গত ৪ নভেম্বর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উখিয়ার রহমতের বিল এলাকায় গুলি চালায় মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। সেদিন দুপুরে তিন দফায় ৪১ রাউন্ড গুলি চালায় বিজিপি। ওই ঘটনায় বাংলাদেশি ও রোহিঙ্গাসহ দুই যুবক আহত হন।

গতকাল বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডাকা হয় মিয়ানমারের রাষ্ট্রদূতকে। মন্ত্রণালয়ের দক্ষিণ ও পূর্ব এশিয়া অনু বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেনের দফতরে সেই ঘটনা ?তুলে ধরে একটি কূটনৈতিক প্রতিবাদপত্র মিয়ানমারের রাষ্ট্রদূতকে হস্তান্তর করা হয়। এ ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়। তবে বরাবরের মতো মিয়ানমারের রাষ্ট্রদূত ঘটনার দায় অস্বীকার করেছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close