কূটনৈতিক প্রতিবেদক

  ০৮ নভেম্বর, ২০১৮

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আসছেন জাতিসংঘ দূত

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনার পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসছেন। গতকাল বুধবার (৭ নভেম্বর) রাতে ঢাকায় পৌঁছাবেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র গতকাল বুধবার এ তথ্য জানায়।

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে আসছেন জাতিসংঘের এই বিশেষ দূত। আগামী ১৫ নভেম্বর থেকে প্রথম ধাপে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরুর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। তার আগেই এখানের রোহিঙ্গা পরিস্থিতি দেখতে চায় জাতিসংঘ। জাতিসংঘের এই বিশেষ দূতের সফর মূলত আজ বৃহস্পতিবার থেকে শুরু হবে। তিনি প্রথমেই রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে কক্সবাজার যাবেন। সেখান থেকে ফিরে এসে সরকারি-বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। আগামী ১১ নভেম্বর তিনি ঢাকা ত্যাগ করবেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close