প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ০৭ নভেম্বর, ২০১৮

ভারতীয় সংবাদপত্রের উপসম্পাদকীয়

বাংলাদেশিদের ভিসামুক্ত চলাচলের সুযোগ দিন

ভারতে বাংলাদেশি নাগরিকদের ভিসামুক্ত চলাচলের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে প্রভাবশালী ভারতীয় পত্রিকা দ্য টেলিগ্রাফ (টেলিগ্রাফ ইন্ডিয়া)। গতকাল মঙ্গলবার প্রকাশিত পত্রিকাটির উপসম্পাদকীয়তে এ দাবি জানানো হয়। ‘ইন্ডিয়া শোড থ্রু ইটস ফিনিকি অ্যাগ্রিমেন্টস ইনটু ডাস্টবিন’ শিরোনামে খ্যাতনামা ভারতীয় অর্থনীতিবিদ অশোক দেশাইয়ের লেখা কলামে বলা হয় ‘অনেক ভারতীয়ের এ দাবি শুনলে চোখ কপালে উঠবে। কিন্তু ভিসা ব্যবস্থা উঠিয়ে দিলে আদতে ভারতের জন্যই ভালো।’

তিনি বলেন, ভিসা উঠিয়ে দিলে কাজের সন্ধানে ভারতে আসা অবৈধ বাংলাদেশির সংখ্যা কমে যাবে। বর্তমানে সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসে কেবল অদক্ষ শ্রমিক। যারা ভিন্ন নাম নিয়ে ভারতে কাজ করার ফলে তাদের চিহ্নিত করা যায় না। অনিবন্ধিত শ্রমিকরা নানা সমস্যা তৈরি করে।

তার মতে, ভিসা উঠিয়ে দিলে এসব সমস্যা কমে যাবে। কতজন বাংলাদেশি ভারতে আসছে তার হিসাব রাখা যাবে। বিশেষ করে এর ফলে দক্ষ ও ধনী বাংলাদেশিরাও শিক্ষা-চিকিৎসা, ভ্রমণ ও কেনাকাটার জন্য বিপুল সংখ্যায় ভারতে আসবে। যা ভারতের অর্থনীতিকে সমৃদ্ধ করবে।

অশোক দেশাই বলেন, ‘বর্তমানে অবৈধভাবে যারা ভারতে আসেন তাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে না। ভিসা উঠিয়ে দিলে বাংলাদেশিরা ভারতীয় ব্যাংকে অনেক টাকা জমা রাখবেন।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close