নিজস্ব প্রতিবেদক

  ০৬ নভেম্বর, ২০১৮

ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যেই কোনো মিল নেই : কাদের

জাতীয় নির্বাচনের আগে বিরোধী জোট গঠন হলেও সরকার খুব আপবিট মুডে আছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ঐক্যফ্রন্টের একেকজন একেক কথা বলছেন। সংলাপ করে গিয়েও তো একেকজন একেক কথা বলছেন। কেউ বলছেন ফলপ্রসূ হয়নি, দলনেতা বলেছেন, ভালো আলোচনা হয়েছে।

সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে গককাল সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, এখনো হুমকি-ধমকি আছে। আমি পরিষ্কারভাবে বলতে চাই চাপ দিয়ে কোনো কিছু আদায় করা যাবে না। আলাপ-আলোচনা করে সংবিধান ঠিক রেখে যুক্তিসঙ্গত প্রস্তাব যদি আসে আমাদের গ্রহণ করতে দ্বিধা নেই। আমরা কোনো চাপ অনুভব করছি না। আমরা অপজিশনের চাপের মুখে, আন্দোলনের মুখে অথবা প্রতিবাদমুখর কোনো ঝড়ের মুখে ডায়লগের আমন্ত্রণ জানিয়েছিÑ এ কথা মোটেও ঠিক না। এটা একেবারেই গণতান্ত্রিক উদারতা। এখানে বাংলাদেশের জাতীয় স্বার্থ, আমাদের গণতন্ত্র, পাবলিক পারসেপশনকে আমরা উপেক্ষা করতে পারি না।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশন যে দিনে শিডিউল ঘোষণা করবেন, নির্বাচন যথাসময়ে হবে ইনশাআল্লাহ। আমরাও নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধেও প্রস্তুত।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close