নিজস্ব প্রতিবেদক

  ০২ নভেম্বর, ২০১৮

আরো ৬ শরিক পেল যুক্তফ্রন্ট

জোটের দুই শরিক দলকে হারিয়ে যুক্তফ্রন্টে একা হয়ে পড়েছিল সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরীর ‘বিকল্পধারা বাংলাদেশ’ দলটি। তবে এবার তাদের সঙ্গে জোটে আরো চারটি দল যোগ দিল। গতকাল বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে যুক্তফ্রন্টে যোগ দেয় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্ট। এছাড়া বিকল্পধারায় যোগ দিয়েছেন জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা মো. গোলাম রেজা, গণফ্রন্ট নেতা কামাল পাশা, মুসলিম লীগ নেতা নূর এ আলম, জনদল নেতা জয় চৌধুরী ও খলিল চৌধুরী।

এ সময় বিকল্পধারার প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী সংলাপের জন্য আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। এটা বিকল্পধারার বড় বিজয়।’

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘তারা (ক্ষমতাসীনরা) বলেছিলেন সংলাপ করবেন না। আমরা বলেছিলাম করতে হবে। আমরা দেশের স্বার্থ, মানুষের কথা মাথায় রেখে কথা বলব। আমরা জনগণের কাছে পৌঁছে যেতে চাই।’

সরকারের সমালোচনা করে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘সরকার উন্নয়নের বাহাদুরি করছে। উন্নয়ন ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে। যে উন্নয়ন হয়েছে, তাতে ৫০ শতাংশ দুর্নীতি হয়েছে। ডিজিটাল আইন করা হয়েছে, যা সাংবাদিকদের মুখ বেঁধে দেওয়া হয়েছে। এ আইন বাতিল করতে হবে।’

অনুষ্ঠানে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান বলেন, ‘আমরা সংলাপে যাব। সেখানে আমরা অবশ্যই খাব। আমরা ডাল-ভাত খেতে যাব। ১৭ রকম খাবার খাব না। ডাল, ভাত, মাছ খাব। লাল রুটি খাব।’

এর আগে দলগুলোর যুক্তফ্রন্টে যোগদানের ব্যাপারে গত বুধবার রাতে বারিধারায় জরুরি বৈঠক করেন বি. চৌধুরী। ওই বৈঠকে জেবেল রহমান গাণিসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যায় বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্যের একটি বৈঠক হয়।

প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে আ স ম আবদুর রবের জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ ও মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্যের সমন্বয়ে প্রাথমিক পর্যায়ে এই ‘যুক্তফ্রন্ট’ জোট ঘোষণা করা হয়। জোট গঠনের পর থেকে কাদের সিদ্দিকী এই ব্যানারে আর কোনো অনুষ্ঠানে যোগ দেননি। এই বছরের ২০ জুলাই তিনি সংবাদ সম্মেলনে জানান, ‘যুক্তফ্রন্ট এখনো প্রেস কনফারেন্স করেনি কিংবা প্রকাশ্যে আলোচনাও করেনি। এখনো বলতে পারি না আমি আছি না নাই।’

এরপর গত ১৩ অক্টোবর প্রেস ক্লাবে বিএনপি-জাতীয় ঐক্য, জেএসডি ও নাগরিক ঐক্যের সমন্বয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের মধ্য দিয়ে যুক্তফ্রন্টের বাকি দুই শরিক জেএসডি ও নাগরিক ঐক্যজোট থেকে বেরিয়ে যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close