নিজস্ব প্রতিবেদক

  ১৯ অক্টোবর, ২০১৮

আওয়ামী লীগের সঙ্গে জোট করতে আগ্রহী অনেকে

কাদের

জনবিছিন্ন নেতাদের ঐক্যে কিছু আসে যায় না বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অধিকাংশই জনবিচ্ছিন্ন। এ নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা নেই। আমরা জানি, জনগণ আমাদের সঙ্গে আছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে নৌকায় ভোট দেবে, শেখ হাসিনাকে ভোট দেবে।’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপ্রত্র শহীদ শেখ রাসেলের জন্মদিনে গতকাল বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, সরকারের পদত্যাগ, জাতীয় সংসদ বাতিল, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা-সাপেক্ষে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনে জাতীয় ঐক্যফ্রন্টের দাবির বিষয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘মামাবাড়ির আবদার’।

আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করতে অনেকে যোগাযোগ করছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, অলরেডি আমাদের সঙ্গে দেখা করেছে জাকের পার্টি, সাতদলীয় একটা বাম জোট অফিসে এসে একটা আবেদন রেখে গেছে। তারা আওয়ামী লীগের সঙ্গে কাজ করতে চায়। ইসলামী ফ্রন্টের বাহাদুর শাহ, তিনিও আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী ঐক্যে শামিল হতে চান। তবে আমরা এখনো এ বিষয়ে মুখ খুলছি না। সবার কথা শুনছি। আমাদের নেত্রী দেশে ফিরলে কার্যনির্বাহী সংসদে বসে আমরা সিদ্ধান্ত নেব, কাকে আমরা জোটে নেব, কাকে নেব না। আমাদের অলরেডি এদিকে ১৪ দল, ওইদিকে জাতীয় পার্টি আছে।’

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের পদত্যাগ চান কিনাÑ এমন প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন কমিশনে কয়েকজন কমিশনার আছেন। এর মধ্যে কোনো কমিশনারের ভিন্নমত থাকতে পারে। মাহবুব তালুকদারেরও রয়েছে। তার জন্য আমরা তাকে পদত্যাগ করতে কেন বলব। আমরা তার পদত্যাগ চাই না।’

এর আগে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের পক্ষ থেকে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। দোয়া মাহফিলেও অংশ নেন নেতাকর্মীরা। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতিবিজড়িত ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাসহ পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নিহত হয় শিশু রাসেল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close