নিজস্ব প্রতিবেদক

  ১১ অক্টোবর, ২০১৮

রায় প্রত্যাখ্যান করে ৭ দিনের কর্মসূচি বিএনপির

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ‘ফরমায়েশি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি। রায় ঘোষণার পর গতকাল বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা

ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই রায় রাজনৈতিক উদ্দেশ্যমূলক। ক্ষমতাসীন দলের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য রায় দেওয়া হয়েছে। এ মামলা আইনগতভাবে মোকাবিলার পাশাপাশি রাজনৈতিকভাবেও মোকাবিলা করা হবে।

এদিকে, সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাত দিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ১১ অক্টোবর ঢাকাসহ সারা দেশে বিএনপির বিক্ষোভ, ১৩ অক্টোবর ছাত্রদলের বিক্ষোভ, ১৪ অক্টোবর যুবদলের বিক্ষোভ, ১৫ অক্টোবর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ, ১৬ অক্টোবর ঢাকাসহ সারা দেশে বিএনপির কালো পতাকা মিছিল, ১৭ অক্টোবর মহিলা দলের মানববন্ধন ও ১৮ অক্টোবর সারা দেশে শ্রমিক দলের মানববন্ধন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close