নিজস্ব প্রতিবেদক

  ১৯ সেপ্টেম্বর, ২০১৮

আশুরার মিছিলে ধারালো অস্ত্র-দাহ্য পদার্থ নিষিদ্ধ

পবিত্র আশুরার তাজিয়া মিছিলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও টিফিনকারি ব্যাগ বহন নিষিদ্ধ করা হয়েছে। মিছিলে আতশবাজি এবং পটকাও ফাটানো যাবে না। কোনো ধরনের ধাতব ও দাহ্য পদার্থ নিয়ে তাজিয়া মিছিলে অংশ নেওয়া যাবে না। এ ছাড়া ১২ ফুটের বেশি উচ্চতার নিশান ব্যবহার করা যাবে না। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পুরান ঢাকার হোসেনি দালানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালনের জন্য সবার প্রতি আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, আশুরা উপলক্ষে ঢাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি হোসেনি দালানে প্রবেশের চার মুখে চেক পোস্টে সাদা পোশাকে নিরাপত্তাবাহিনী থাকবে। আশুরায় কোনো জঙ্গি হামলার আশঙ্কা নেই জানিয়ে তিনি বলেন, অনকল ইমারজেন্সি সার্ভিসের জন্য সোয়াট, বোম ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ওয়ান থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close