বগুড়া প্রতিনিধি

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

৪০ টাকার জন্য গ্যারেজ মালিককে হত্যা

বাবা-ছেলে গ্রেফতার

বগুড়ায় মাত্র ৪০ টাকার জন্য রিকশাচালক বাবাকে মারধর করার প্রতিশোধ নিতে গিয়ে ছেলে পিটিয়ে হত্যা করেছে রিকশা গ্যারেজ মালিক রাজা মোল্লাকে (৬০)। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার যশোপাড়া বাজারে এ ঘটনা ঘটে। হত্যাকান্ডে জড়িত বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, যশোপাড়া গ্রামের রিকশাচালক ইলিয়াস আলী (৫৫) বাজারে রাজা মোল্লার গ্যারেজে রিকশা রাখত। বৃহস্পতিবার সকালে গ্যারেজে রিকশা নিতে গেলে রাজা মোল্লা গ্যারেজ ভাড়া ৪০ টাকা চাইলে টাকা দিয়েছে বলে ইলিয়াস জানায়। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রাজা মোল্লা ইলিয়াসকে মারধর করে। বাসায় ফিরে ইলিয়াস তার ছেলে রবিউলকে ঘটনাটি জানায়। রবিউল ক্ষুব্ধ হয়ে বাড়ি থেকে লোহার রড নিয়ে যশোপাড়া গ্যারেজে যায়। এরপর তার বাবাকে মারধর করার প্রতিশোধ নিতে গ্যারেজ মালিক রাজা মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর থানা পুলিশ বাবা ও ছেলেকে গ্রেফতার করে। গ্রেফতার ইলিয়াস ও রবিউলের নামে হত্যা মামলার প্রক্রিয়াধীন বলে জানা গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close