সংসদ প্রতিবেদক

  ১৩ সেপ্টেম্বর, ২০১৮

ওজন ও পরিমাপ বিল উত্থাপন : ২ বছরের দন্ডসহ জরিমানার বিধান

নিবন্ধন সনদ ছাড়া মোড়কজাত পণ্য উৎপাদন, বিপণন ও বিক্রয় করলে এক বছরের কারাদন্ড বা এক লাখ টাকা জরিমানার বিধান সংসদে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ বিল সংসদে উত্থাপিত হয়েছে। একই সঙ্গে নিবন্ধন সনদ ছাড়া এলপিজি, এলএনজি বটলিং, টার্মিনাল ও ফিলিং স্টেশন পরিচালনা করলেও একই দন্ডে দন্ডিত করা হয়েছে। এ ছাড়া ইমারত বা স্থাপনা তৈরি বা মেরামতে শিডিউলে ঘোষিত পরিমাপ লঙ্ঘন করলে ২ বছরের কারাদন্ড ও ২০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল সংসদের ২২তম অধিবেশনে বিলটি উত্থাপন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে পরীক্ষা-নিরীক্ষা করে বিলের ওপর রিপোর্ট প্রদান করার জন্য বিলটি সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়।

গতকাল সংসদে ‘হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট আইন ২০১৮’ বিল ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন বিল উত্থাপিত হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close