ফরিদপুর প্রতিনিধি

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

মায়ের কোল থেকে পড়ে শিশু নিহতের ঘটনায় বাস মালিক গ্রেফতার

কুষ্টিয়ায় গঞ্জেরাজ পরিবহনের বাসের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশু আকিফা নিহতের ঘটনায় বাসের মালিক জয়নাল আবেদীনকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল রোববার ভোরে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তাকে পুলিশে দিয়েছে র‌্যাব। গত ২৮ আগস্ট ৮ মাসের শিশু আকিফাকে কোলে নিয়ে কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় রাস্তা পার হচ্ছিলেন মা রিনা খাতুন। এ সময় থেমে থাকা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস হঠাৎ চলা শুরু করে রিনাকে ধাক্কা দেয়। এতে কোল থেকে ছিটকে পড়ে আকিফা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ আগস্ট ভোরে মারা যায় সে। এই ঘটনার ভিডিও ফুটেজ ধারণ হয় পাশের একটি বাড়ির সিসি টিভি ক্যামেরায়। যা গণমাধ্যম্যে প্রচার হলে রীতিমতো ভাইরাল হয়, একই সঙ্গে এই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানানো হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

আকিফার বাবা মো. হারুন অর রশিদ বাসের চালক, হেলপার ও মালিককে আসামি করে একটি মামলা করেন।

র‌্যাব-৮ ফরিদপুরের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে র‌্যাবের সহায়তা কামনা করলে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে রোববার সকাল সাড়ে ৫ টায় শহরের ঝিলটুলি এলাকায় অভিযান চালিয়ে তার নিজ বাড়ি হতে মো. জয়নাল আবেদীনকে আটক করে। আটক আসামিকে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তর করে র‌্যাব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close