সংসদ প্রতিবেদক

  ১০ সেপ্টেম্বর, ২০১৮

নির্বাচন নিয়ে আলোচনা

শেখ হাসিনার সঙ্গে এরশাদের বৈঠক

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সংসদ ভবনে তার কার্যালয়ে মাগরিবের পর এরশাদকে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত ছিলেন। তোফায়েল আহমেদ অধিবেশন শেষে চলে গেলেও তাকে ডেকে আনা হয়। জাতীয় পার্টির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদার, চিফ হুইপ কাজী ফিরোজ রশিদ, জিয়া উদ্দিন বাবলু এবং পরিবেশমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুুদ। বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে আমন্ত্রণ জানানো হলেও তিনি অধিবেশন শেষে চলে যান। জাতীয় পার্টির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দেড় ঘণ্টা স্থায়ী এই বৈঠকে পরামর্শ দেওয়া হয় নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জোটবদ্ধভাবে অংশ নেবে। তবে বিএনপি নির্বাচনে না এলে জাতীয় পার্টি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।

এরশাদ বিষয়গুলো দলীয় ফোরামে আলোচনা করে জানাবেন বলে জানিয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close