নিজস্ব প্রতিবেদক

  ০৮ সেপ্টেম্বর, ২০১৮

বিশেষায়িত হাসপাতালে খালেদার চিকিৎসা চায় বিএনপি

গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাবন্দি হওয়ার পর থেকে ইউনাইটেড হাসপাতালে তার চিকিৎসার দাবি জানিয়ে আসছে বিএনপি। এখন সেই দাবি থেকে কিছুটা সরে এসেছেন দলের নেতারা। তারা বলছেন, শুধু ইউনাইটেড নয়, যেকোনো বিশেষায়িত হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা হতে পারে। তবে সরকারি হাসপাতালে খালেদা জিয়া চিকিৎসা হোক সেটা চান না তারা। গতকাল শুক্রবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে বিএনপি। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা এটাই শুধু বলিনি যে বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা দিতে হবে। আমরা বিশেষায়িতের মধ্যে ইউনাইটেড হাসপাতালের নাম বলেছি। কিন্তু আরো তো বিশেষায়িত হাসপাতাল রয়েছে। ’

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি পাঠাব। তার সঙ্গে দেখাও করব। স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানাব খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করতে।’ মির্জা ফখরুল জানান, গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করেছেন। তারা জানিয়েছেন, খালেদা জিয়ার বাম হাত ও বাম পা অবশ হয়ে গেছে। তিনি ঠিকমতো নড়াচড়া করতে পারছেন না।’

অবিলম্বে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অন্যথায় সব দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। বিশেষ করে সংবিধান লঙ্ঘন, মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাদের অভিযুক্ত হতে হবে। কারা কর্তৃপক্ষকেও আমরা স্পষ্টভাবে বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্তৃপক্ষ। আপনাদের দায়িত্ব সুস্পষ্টভাবে আইন ও বিধান দ্বারা পরিচালিত। এ দায় আপনাদেরও বহন করতে হবে।’

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাসনামলে জেলগেটে বিচার হয়েছে- আওয়ামী লীগ নেতাদের এ বক্তব্য প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘জিয়াউর রহমানের সময় জেলগেটে যে বিচার হয়েছে সেটা ছিল রাষ্ট্রদ্রোহিতার। তখন দেশে মার্শাল ল’ ছিল। তখন দেশের সংবিধান রহিত ছিল।’ ‘ক্যামেরা ট্রায়াল নয়। পুরো দরজা খোলাই ছিল। এটা ক্যামেরা ট্রায়াল হলো কীভাবে’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘প্রধানমন্ত্রী এ ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করতে চান। তার কথা সত্যের অপলাপ। কারণ, পরিত্যক্ত পুরনো কারাগারের গেটের বাইরেও কত ধরনের বাধা থাকে আপনারা জানেন। গত দুই ঈদে আমরা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তখন আপনারা দেখেছেন কারাগারের গেটের বাইরে কোথায় আমাদের আটকে দিয়েছে। তাহলে সেখানে কীভাবে দরজা খোলা থাকে বলছেন প্রধানমন্ত্রী?’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close