আদালত প্রতিবেদক

  ০৬ সেপ্টেম্বর, ২০১৮

শহিদুলকে কারাগারে ডিভিশন দিতে নির্দেশ

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার আলোকচিত্রী শহিদুল আলমকে কারাগারে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদের করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেয়। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও জ্যোতির্ময় বড়–য়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সারা হোসেন পরে সাংবাদিকদের বলেন, ‘শহিদুল আলমকে প্রথম শ্রেণির ডিভিশন দিতে গত ২৭ অগাস্ট আমরা মুখ্য মহানগর হাকিম আদালতে আবেদন করেছিলাম। আদালত তখন ডিভিশনের আদেশ দিয়েছিলেন। কিন্তু গত কয়েক দিনেও তা প্রতিপালন হয়নি। তাই আমরা হাইকোর্টে আবেদন জানাই। ‘সে আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট শহিদুল আলমকে ডিভিশন দিতে নির্দেশ দিয়েছে। তাৎক্ষণিকভাবে তাকে এই ডিভিশন সুবিধা দিতে বলা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close