নিজস্ব প্রতিবেদক

  ১৬ আগস্ট, ২০১৮

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনতে চিঠি দেবে মানবাধিকার কমিশন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষকে চিঠি পাঠাবে জাতীয় মানবাধিকার কমিশন। গতকাল বুধবার সকালে কমিশন কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক এ কথা বলেন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিদের বিচার নিশ্চিত করতে হবে।’ সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান কমিশনের চেয়ারম্যান, সদস্য ও কর্মচারীরা। পরে কমিশন কার্যালয়ে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে কাজী রিয়াজুল হক বলেন, ‘বঙ্গবন্ধু এবং তার পরিবারের প্রতিটি সদস্য স্বাধীনতার প্রশ্নে কোনো আপস করেননি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য কীভাবে আমরা দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত সমাজ প্রতিষ্ঠিত করতে পারি তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। তার খুনিদের বিচার নিশ্চিত করতে হবে। এজন্য বিদেশে পলাতক খুনিদের দেশে এনে শাস্তির আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কমিশন থেকে চিঠি পাঠানো হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close