চট্টগ্রাম ব্যুরো

  ১৩ আগস্ট, ২০১৮

অগ্নিকান্ড

শিকলে বাঁধা প্রতিবন্ধী যুবকের মৃত্যু

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে আগুনে পুড়ে রবিউল হোসেন নামে মানসিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে ঘরে শিকলে বেঁধে রেখে ভিক্ষা করতে গিয়েছিলেন মা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও থানার ফরিদারপাড়ার খন্দকার বাড়ির একটি বস্তিতে এই অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা গেছে, প্রতিদিনের মতো রোববারও ভিক্ষা করতে গিয়েছিলেন ফাতেমা বেগম। প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে মানসিক প্রতিবন্ধী ছেলেকে শিকলে বেঁধে যান তিনি। রোববারও একই কাজ করে ভিক্ষায় গিয়েছিলেন। সেটাই কাল হলো। আগুনের খবর পেয়ে ফিরে এসে পঞ্চাশোর্ধ্ব ফাতেমা দেখেন, ছেলে আর নেই। কয়লা হয়ে গেছে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপসহকারী পরিচালক জসীম উদ্দীন জানান, পুড়ে যাওয়া লোকটি মানসিক ভারসাম্যহীন হওয়ায় ঘরে শিকল দিয়ে বেঁধে রাখা হতো বলে স্বজনরা জানান। ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি বেলা সাড়ে ১১টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বস্তিটির ৩৬টি কাঁচাঘর পুড়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close