নিজস্ব প্রতিবেদক

  ০৮ আগস্ট, ২০১৮

বিচারে ৭২ ঘণ্টার আলটিমেটাম সাংবাদিকদের

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় মানববন্ধন ও প্রতীকী কর্মবিরতির সময় ওই হামলার তীব্র নিন্দা জানিয়ে এ আলটিমেটাম দেন তারা। মানববন্ধনে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্র্যাব) সাবেক সভাপতি পারভেজ খান বলেন, হামলাকারী সবাই চিহ্নিত হয়েছে। সরকার আন্তরিক হলে হামলাকারীরা আইনের আওতায় আসবে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএইউজে) কোষাধ্যক্ষ দীপ আজাদ বলেন, প্রশাসনের ইচ্ছা থাকলে তাদের কাছে যে ফুটেছ আছে তা-ই দিয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করা যায়।

বাংলাভিশনের সাংবাদিক দীপন দেওয়ান বলেন, সরকারকে বলতে চাই, ৭২ ঘণ্টার মধ্যে হামলাকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু না হলে, এরপর আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। কর্মসূচিতে বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিনই ক্ষোভে ফুঁসে উঠে শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। সারা দেশেই আন্দোলন ছড়িয়ে পড়ে। সড়কে শিক্ষার্থীদের টানা কয়েকদিনের অবস্থানে গণপরিবহন বন্ধ হয়ে যায়। সংঘাত ও সহিংসতাও হয়েছে বিভিন্ন জায়গায়। বেশ কিছু জায়গায় হামলার শিকার হয়েছেন সংবাদকর্মীরা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close