নিজস্ব প্রতিবেদক

  ২৮ জুলাই, ২০১৮

বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক কথা হতে পারে

নির্বাচন নিয়ে বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক সংলাপের দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে অনানুষ্ঠানিক কথাবার্তা হতে পারে বলে মনে করেন তিনি। গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে সংলাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নির্বাচনে তফসিল ঘোষণার আর মাত্র তিন মাস বাকি। এর মধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপের প্রয়োজন আছে বলে মনে করি না। সবকিছুই কি আনুষ্ঠানিক হতে হবে? চোখের দেখা-দেখি না হোকÑ টেলিফোনে তো অনানুষ্ঠানিক কথাবার্তা হতে পারে। এতে করে নিজেদের দূরত্ব কমে যায়। টেলিফোনে কথা বললে সমস্যা কোথায়।’ এদিন বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের কার্যক্রম পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির সঙ্গে সংলাপে বসার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমের বক্তব্যের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের কথাবার্তা তো হতেই পারে। আনুষ্ঠানিক সংলাপের বিষয়ে আমি কোনো কথা বলিনি।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আরো বড় হতে পারেÑ এমন ইঙ্গিত দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘নির্বাচন আসলে রাজনীতিতে নতুন পোলারাইজেশন হবে। তবে এটা পরিষ্কার হবে অক্টোবরে।’

মেট্রোরেল প্রসঙ্গে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকায় মেট্রোরেল প্রকল্প এখন দৃশ্যমান বাস্তবতা। অনেক স্থানেই এই রেললাইন স্থাপনের জন্য পিলার বসে গেছে। কোথাও কোথাও কাজ আরো বেশি এগিয়ে গেছে। শিগগিরই নগরবাসী এর আরো বাস্তবরূপ দেখতে পাবে।’ এ সময় তিনি মেট্রোরেল প্রকল্পের কাজের অগ্রগতি দেখেন এবং কাজে নিয়োজিত জাপানি প্রকৌশলী ও সংশ্লিষ্টদের কাছে প্রকল্পের খোঁজখবর নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist