বরিশাল প্রতিনিধি

  ২৮ জুলাই, ২০১৮

শেষ সময়ের প্রচারণায় প্রার্থীদের ঘুম নেই

হাতে আর সময় নেই। আজ শনিবার মধ্যরাতে বন্ধ হচ্ছে প্রচারণা। শেষ সময়ের প্রচারণায় প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ঘুম হারাম। গতকাল শুক্রবার ছুটির দিনে নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ-বিএনপিসহ মেয়র প্রার্থীরা। প্রচারণার পাশাপাশি ছিল পাল্টাপাল্টি অভিযোগ। এ ছাড়া গতকাল সকালে নির্বাচন কমিশনের কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন ছয় মেয়র প্রার্থী।

মিথ্যাচার করছে বিএনপিÑ দাবি আওয়ামী লীগের : সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জনপ্রিয়তায় ভীত হয়ে এনালগ যুগের মানুষ মজিবর রহমান সরোয়ার বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের নেতারা। বিএনপি চরম মিথ্যাচার করছে বলেও অভিযোগ তাদের। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে এ পর্যন্ত আওয়ামী লীগের পক্ষ থেকে ৯টি অভিযোগ নির্বাচন কমিশন বরাবর তুলে ধরা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় এর একটি অভিযোগের ব্যাপারেও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার হয়রানির বিষয়ে বলেন, বিএনপির একাধিক নেতাকমীর নামে পূর্বের একাধিক মামলা রয়েছে। অনেকে বেশ কিছু মামলার পালাতক আসামি। পুলিশ চলমান আইনি প্রক্রিয়ায় তাদের গ্রেফতার করছে।

জাতীয় পার্টি নির্বাচনে আছে, শেষ পর্যন্ত থাকবে ॥ সরে যাওয়ার প্রশ্নই আসে না

জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মেয়র প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেছেন, ‘নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমার এই মুহূর্তে মাঠ থেকে সরে যাওয়ার কোনো অবস্থা নেই, কোনো সুযোগ নেই।’ গতকাল শুক্রবার বিকেল ৩টায় নগরের অক্সফোর্ড মিশন রোডে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ কথা বলেন।

এ সময় তাপস আরো বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আমাকে যা বলেছেন তাই আমি করছি। তিনি আমাকে দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর দিয়ে বরিশালে পাঠিয়েছেন এবং বলেছেন প্রতিদ্বন্দ্বিতা করো, আমি তো তাই করছি। তিনি এর বাহিরে অন্য কোনো কাগজ আমাকে দেননি।’

তিনি বলেন, ‘বরিশালে নির্বাচনের পরিবেশ খারাপ না, এখানে কোনো সহিংসতা ঘটেনি। সব প্রার্থী সহঅবস্থানে রয়েছি এবং ভালো অবস্থানেই আছি। তবে নির্বাচন কমিশনের প্রতি আমরা পুরোপুরি আস্থা এখনো রাখতে পারছি না।’

বরিশালে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে : মাহবুব তালুকদার

নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, বরিশালে খুবই শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। আশা করি, নির্বাচনের দিন পর্যন্ত এ পরিবেশ বজায় থাকবে। বরিশালে অন্য দুই সিটি করপোরেশনের (সিলেট, রাজশাহী) চেয়েও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে। নির্বাচন সুষ্ঠু হওয়ার লক্ষ্যে তারা সব ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরের কাশিপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নির্বাচনকালীন সময়ে দয়াকরে মস্তিষ্কে ধারণ করুন এবং আত্মস্থ করুন যে আপনারা নির্বাচন কমিশনের অধীনে। সেটা বিবেচনায় নিয়েই দায়িত্ব পালন করবেন। সুতরাং নির্বাচন কমিশনের যা কিছু নির্দেশনা তা পরিপূর্ণভাবে তাদের পালন করতে হবে।

বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি অভিযোগ

বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরোয়ার বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের বিনা কারণে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এতে নেতাকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বর্তমানে বিএনপি নির্বাচন কমিশনের ওপর আস্থাহীনতায় ভুগছেন বলেও জানান সরোয়ার। সরোয়ার বলেন, ‘রিটার্নিং অফিসারের কাছে আমরা অভিযোগ দিয়েছি। আমাদের নেতাকর্মীদের মিথ্যা চাঁদাবাজি মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। উদ্দেশ্যেপ্রণোদিতভাবে আমাদের লোকজনকে গ্রেফতার করে নির্বাচনী পরিবেশ নষ্ট করা হচ্ছে। আমাদের নেতাকর্মীদের নির্বাচন থেকে বিরত রাখার চেষ্টা করছে। এতে আমরা নেতাকর্মীদের কাছে পাচ্ছি না। কারণ পুলিশ যেকোনো সময় তাদের গ্রেফতার করে নিয়ে যাবে।’

মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দাবি, ‘নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে। কোথাও কোনো মারামারি হানাহানির ঘটনা ঘটনি। মানুষ শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সব প্রার্থীই বিজয়ী হওয়ার জন্যই প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে কে বিজয়ী হবেন, সে রায় জনগণই দেবে।’

তিনি আরো বলেন, ‘আমরা ৯টির মতো লিখিত অভিযোগ নির্বাচন কমিশনকে দিয়েছি। অভিযোগের মধ্যে বিএনপির প্রার্থী ও তার স্ত্রী আমাদের নেতাকর্মীদের যে হুমকি দিয়েছেন, সে বিষয়টি রয়েছে। অভিযোগের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।’

মেয়র প্রার্থী ড. মনীষা চক্রবর্তী বলেছেন, আশ্বাস দিয়ে আশ্বস্ত হওয়ার দিন শেষ। বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে বারবার অভিযোগ করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে মনীষা বলেন, ‘নির্বাচন নিরপেক্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হলে আমরা নিশ্চিত জয়লাভ করব। আর নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচন কমিশন ও প্রশাসনের ভূমিকা রাখা প্রয়োজন।’ ইতোমধ্যে বাসদের পক্ষে মানুষ সাড়া জাগিয়েছে জানিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষ আমাদের সফঙ্গ আছে। জয় আমাদের সুনিশ্চিত।’

রাত ১২টায় বরিশাল ছাড়তে হবে বহিরাগতদের

আজ শনিবার রাত ১২টার আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। কর্মজীবী ও নিয়মিত বসবাসকারী মানুষ ব্যতীত অন্য কেউ সিটি করপোরেশনের নির্বাচনী এলাকার মধ্যে থাকতে পারবে নাÑ এমন নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার সকাল থেকে এসব নির্দেশনা মানুষকে অবগত করতে মাইকিং করা হবে নগরজুড়ে। আগামীকাল রোববার দিবাগত রাত ১২টা থেকে ৩০ জুলাই রাত ১২টা পর্যন্ত লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিনচালিত যেকোনো ধরনের নৌযান এবং ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রক, টেম্পো, বেবিট্যাক্সি-অটোরিকশা, ইজিবাইক ও নসিমন, করিমন, ভটভটি, টমটমসহ সব ধরনের স্থল যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ ছাড়া ২৮ জুলাই রাত ১২টা থেকে ৩১ জুলাই সকাল ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে গতকাল শুক্রবার রাত ১২টার আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ত্যাগের নির্দেশনা প্রদান করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist