বরিশাল প্রতিনিধি

  ২৭ জুলাই, ২০১৮

বৃষ্টিভেজা বরিশালে অভিযোগ, প্রচারণা

শ্রাবণের বারিধারা উপেক্ষ করে নির্বাচনী গণসংযোগ করেছেন মেয়র প্রার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় নগরীর ফিসারি রোড থেকে গণসংযোগে নামেন বিএনপি মেয়র প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। পরে ফিসারি রোডের শরীফ বাড়িতে এক উঠান বৈঠক করেন সরোয়ার। এ সময় তিনি বলেন, ‘পুলিশ বিএনপির নেতাকর্মীদের হয়রানি করছে। গ্রেফতার আতঙ্কে ভোটের পরিবেশ বিঘিœত হচ্ছে। তবে যতই গ্রেফতার আর ভয়ভীতি দেখানো হোকনা কেন বিএনপি নির্বাচনে আছে থাকবে এবং জয় নিয়েই মাঠ ছাড়বে।’

অপরদিকে, নগরের পোর্ট রোড, কলাপট্টি এলাকায় গণসংযোগ করেছেন আওয়ামী লীগ সমর্থিত নৌকার মেয়র প্রার্থী সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গণসংযোগকালে সাদিক আব্দুল্লাহ বলেন, ‘বরিশালে উৎসবমুখর পরিবেশ রয়েছে। ভোটের দিন ভোটারা কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন।’

এদিকে, জাতীয় পার্টির মেয়র প্রার্থীকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবরে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হলেও প্রচারণায় সবর রয়েছেন জাপা প্রার্থী ইকবাল হোসেন তাপস। বুধবার তাদের পার্টির প্রধানের নির্দেশিত আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থনের প্রেস রিলিজ গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সেই নির্দেশনা পাননি বলে ইকবাল হোসেন বলেন। তিনি বলেন, পার্টির চেয়ারম্যান ভারতে যাওয়ার আগে আমাকে বলেছিলেন, ‘আমি একজন লোক পাঠাচ্ছি তার নির্দেশনা মেনে চলবে।’ সে লোক বরিশালে এসে দেখেন আমার মাঠ বেশ ভালো। তাই তিনি আমাকে মাঠে থাকতে বলেছেন।

এ ছাড়াও বাসদের মনোনীত মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী নগরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ওবায়দুর রহমান দিনভর গণসংযোগ করেছেন।

আওয়ামী লীগ ও পুলিশের বিরুদ্ধে বিএনপির যত অভিযোগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস বলেছেন, বরিশাল থেকে নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশ উধাও হয়ে গেছে। কয়েক দিনেই আওয়ামী লীগ ও আওয়ামীপন্থি পুলিশ পুরো দৃশ্যপট পাল্টে দিয়েছে। এ পর্যন্ত আমাদের ২৫ জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। বিএনপি নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার বরিশাল নগরীর সদর রোডে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির প্রধান নির্বাচন সমন্বয়কারী মীর্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আমাদের নেতা-কর্মীরা নির্বাচনী গণসংযোগ করতে পারছেন না। লিফলেট বিতরণ ও গণসংযোগকালে বাধা দেওয়া হচ্ছে। বুধবার এক রাতেই পুলিশ আমাদের ১৫ জন নেতাকর্মীকে কোনো অভিযোগ ছাড়াই গ্রেফতার করেছে। বিএনপিপন্থি কাউন্সিলর প্রার্থীদের অর্থের লোভ দেখিয়ে বসানোর চেষ্টায় ব্যর্থ হয়ে পুলিশ দিয়ে তাদের হয়রানি করছে। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দিলেও তারা তা গ্রহণ করছে না।

মীর্জা আব্বাস বলেন, বহিরাগত লোক এনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় লুকিয়ে রাখা হয়েছে। এরা ভোটের দিন বিএনপির কার্ড লাগিয়ে নৌকায় সিল পেটাবে। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে বরিশালে অবস্থানরত বহিরাগতদের গ্রেফতার করে নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। মীর্জা আব্বাস বলেন, নির্বাচনের দিন মাটি কামড়ে হলেও ভোট গণনার শেষ সময় পর্যন্ত আমরা মাঠে থাকব।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. বিলকিছ আক্তার জাহান শিরিন প্রমুখ।

আবারও নির্বাচন কমিশনারের কড়া নির্দেশ

অপশক্তির কাছে কোনো নতিস্বীকার নয় বলে রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার। ভোট কেন্দ্রের পবিত্রতা রক্ষা করে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। ভোট কেন্দ্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আগেই নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংশ্লিষ্ট কর্মকর্তা ও নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতে সাংবাদিকদের এসব কথা বলেন নির্বাচন কমিশনার।

বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নরুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. মাহফুজুর রহমান, বরিশালের স্থানীয় সরকার উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, র‌্যাব-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আতিকা ইসলাম, ডিজিএফআইয়ের অধিনায়ক কর্নেল জে এম শরিফুল ইসলাম, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজুর রহমান, বিসিসি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান, আনসার ভিডিপি, এনএসআই, এপিবিএনসহ প্রশাসনের সর্বস্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist