সিলেট প্রতিনিধি

  ২২ জুলাই, ২০১৮

দুই কর্মীকে ছাড়াতে আরিফুলের অবস্থান

মামলা ও ওয়ারেন্ট ছাড়াই দলের দুই কর্মীকে ধরে নিয়ে গেছে পুলিশ; এমন অভিযোগে সিলেট নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ)-এর কার্যালয়ের সামনে দলবল নিয়ে অবস্থান নেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। এদের ছেড়ে দেওয়ার দাবিতে কার্যালয়ের সামনের ফটকে প্রায় আড়াই ঘণ্টা অবস্থান নেন তিনি। বিকেল সাড়ে ৪টার দিকে সেখান থেকে ফিরে যান আরিফুল।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) আজবাহার আলী শেখ বলেন, ওসমানীনগর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে রাসেল ও সুমনকে আটক করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে। বিএনপি নেতাদের দাবি, গত শুক্রবার রাতে আরিফের প্রচারণায় অংশ নেওয়া নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে রাসেল আহমদ এবং সুমন আহমদ নামে দুই কর্মীকে আটক করে পুলিশ। এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, পুলিশ মামলা-ওয়ারেন্ট ছাড়াই তাদের কর্মীদের ধরপাকড় করছে। এদিকে পুলিশ কার্যালয়ের সামনে আরিফুল হকের এভাবে বসে পড়াকে নাটক আখ্যায়িত করেছেন আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। তিনি বলেন, ‘আরিফুল জনগণের সহানুভূতি আদায়ের জন্য একের পর এক নাটক করে চলছেন। আমি তাকে নাটক করা বাদ দিয়ে জনগণ মন জয়ের চেষ্টায় মনোনিবেশ করার আহ্বান জানাই।’

অপরদিকে গতকাল শনিবার বৃষ্টি উপেক্ষা করে নগরীতে গণসংযোগ করেছেন আওয়ামী লীগ ও বিএপির মেয়র প্রার্থীরা। সকালে নগরের করেরপাড়া ও পাঠানটুলা এলাকায় গণসংযোগ করেছেন কামরান। এ সময় কামরান বলেন, সিলেট শান্তির জনপদ। এখানে বসবাসকারী লোকজন শান্তিপ্রিয়। নির্বাচন উপলক্ষে নগরীতে উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটছে না। কিন্তু বিভিন্ন অপপ্রচার চালিয়ে বিএনপির প্রার্থী অরিফুল পরিবেশ ঘোলাটে করতে চাইছেন। তিনি প্রতিনিয়ত মিথ্যাচার করছেন।

অন্যদিকে, ধানের শীষের সমর্থনে নগরীর দক্ষিণ সুরমার খোজারখলা, বরইকান্দি, জেলরোড, নয়াসড়ক ও উপশহরে গণসংযোগ করেছেন বিএনপির মেয়রপ্রার্থী আরিফুল হক চৌধুরী। এ সময় তার সঙ্গে অংশ নেন বেগম রোকেয়া হলের সাবেক ভিপি, মহিলা দলের সাবেক সহ সভাপতি নাজমুন নাহার বেবী। আরিফুল হক চৌধুরী বলেন, দুটি বছর মেয়রের দায়িত্ব পালনকালে সাধারণ জনগণ তথা নগরের সার্বিক উন্নয়ন নিয়ে চিন্তা করেছি। নগরীর সার্বিক উন্নয়নে কাজ করেছি, যা আপনাদের কাছে আজ দৃশ্যমান। একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সবার কাম্য। সিলেটে কোনো অন্যায় সহ্য করা হবে না বলে হুশিয়ার করে দেন তিনি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist