নিজস্ব প্রতিবেদক

  ১৫ জুলাই, ২০১৮

কোস্টগার্ডের অভিযান

ছয় মাসে সাড়ে ৮০ লাখ ইয়াবা জব্দ

চলতি বছরের প্রথম ছয় মাসে ৮০ লাখ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গতকাল শনিবার সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শনিবার ভোরে টেকনাফ সাইরং খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫১ লাখ টাকা সমমূল্যের ১০ হাজার পিস ইয়াবা ও ২০০ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে ৮০ লাখ ৬০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাহিনীটি।

কোস্টগার্ড জানায়, অভিযানকালে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ইয়াবা ও বিয়ারের ক্যানগুলো জব্দ করা হয়। কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জিরো টলারেন্স নীতি বহন করে মাদকের বিরুদ্ধে কাজ করছে কোস্টগার্ড, যা চলমান থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist