ক্রীড়া ডেস্ক

  ১২ জুলাই, ২০১৮

শিরোপায় চোখ ফ্রান্সের

২০ বছর আগে ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে ফ্রান্স। এরপর থেকে শুরু ফুটবলে ফরাসিদের সফলতার গল্প। ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপ মিলিয়ে গত ২০ বছরের বিশ্বের সবচেয়ে সফল দল তারা। ২০০০ সালে ইউরো চ্যাম্পিয়ন, ২০০৬ বিশ্বকাপ রানার্সআপ, ২০১৬ ইউরো রানার্সআপ হওয়ার পর ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও ফাইনালে উঠল ফ্রান্স। পরশু সেন্ট পিটার্সবার্গের সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে লুঝনিকির ফাইনালে উঠেছে কোচ দিদিয়ের দেশমের শিষ্যরা। অলিভার জিরো, কিলিয়ান এমবাপ্পে বা আঁতোয়ান গ্রিজম্যান নয়। পরশু ফরাসিদের জয়ের নায়ক ডিফেন্ডার স্যামুয়েল উমিতিতি। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে গ্রিজম্যানের কর্নার কিক থেকে মাথা ছুঁয়ে দলকে একমাত্র ও জয়সূচক গোলটি এনে দেন এই বার্সেলোনা খেলোয়াড়। ম্যাচের বাকি সময়টুকু ব্যবধানটা ধরে রেখে তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist