নিজস্ব প্রতিবেদক

  ০৫ জুলাই, ২০১৮

প্রথম ফ্লাইট ১৪ জুলাই

হজযাত্রী বরণে প্রস্তুত হচ্ছে হাজি ক্যাম্প

১ লাখ ২৭ হাজারেরও বেশি হজযাত্রীর জন্য প্রস্তুত হচ্ছে হাজি ক্যাম্প। আগামী ১৪ জুলাই শনিবার শুরু হবে এ বছরের হজযাত্রা। আর মঙ্গলবার থেকে হজ ক্যাম্পে উঠতে শুরু করবেন হজযাত্রীরা। আর হজযাত্রীদের বরণ করতে নানা আয়োজনে প্রস্তুত করা হচ্ছে ক্যাম্পকে। নিরলস কাজ করে যাচ্ছেন এখানকার জনবল। এখন চলছে ধোয়ামোছার কাজ। ইতোমধ্যে ঘষামাজা ও পেইন্টিংয়ের কাজ শেষ হয়েছে। গতকাল বুধবার সরেজমিন হজ ক্যাম্প ঘুরে দেখা গেছে এই চিত্র। কর্মীরা বেশ জোরেশোরে কাজ করছেন। সামনের ফুল বাগান থেকে শুরু করে ভেতরের সব জায়গা পরিষ্কার করা হচ্ছে। পাশাপাশি মেরামতের কাজও করা হয়েছে।

হজের প্রথম ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৪ জুলাই। হজযাত্রীদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে আগাম প্রস্তুতি নিচ্ছে হজ কর্তৃপক্ষ। তারা বলছেন, ‘হাজিদের যেন কোনো ধরনের সমস্য না হয় আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

এ বিষয়ে হজ পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, আগামী মঙ্গলবার থেকে হজযাত্রীরা ক্যাম্পে আসতে শুরু করবেন। ১৪ জুলাই থেকে তারা জেদ্দার উদ্দেশে ঢাকা ছাড়তে শুরু করবেন। ১৫ আগস্ট পর্যন্ত ফ্লাইট চলবে। তিনি বলেন, ‘আমরা প্রতি বছরই এ সময় পরিচর্যা বা পরিচ্ছন্নতার কাজ করিয়ে থাকি। আগামী দু-তিন দিন পর সবদিক থেকে আমরা প্রস্তুত হয়ে যাব বলে আশাবাদী।’

তিনি আরো বলেন, ‘প্রতিদিন এই ক্যাম্পে একসঙ্গে তিন হাজার হজযাত্রী রাতযাপন করতে পারবেন। হজযাত্রীদের সব ধরনের সুবিধা নিশ্চিত করব আমরা।’

উল্লেখ্য, এ বছর ১ লাখ ২৭ হাজারেরও বেশি হজযাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব যাবেন হজ করতে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন হাজি ক্যাম্প হাজিদের জন্য উড়োজাহাজে চড়ার আগের কদিন নিরাপদ স্থান। হজ ফ্লাইটে ওঠার আগে দেশের সব হাজি এ ক্যাম্পে অবস্থান করেন। এরপর যার যার নির্দিষ্ট ফ্লাইট অনুযায়ী আকাশপথে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist