ক্রীড়া ডেস্ক

  ০৫ জুলাই, ২০১৮

প্রথম সেশনেই ৪৩ রানে অলআউট

এন্টিগায় লজ্জায় ডুবল বাংলাদেশ!

বাংলাদেশ ক্রিকেটের মধুর সময় যাচ্ছিল। হঠাৎ করেই ছন্দপতন টাইগারদের। নতুন করে রাহুর দশাটা লাগল নিদাহাস ট্রফির পরপরই। গেল মে মাসে টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের কাছে হার। কাল তো আরো বড় বিপর্যয়ে পড়তে হলো বাংলাদেশকে। অ্যান্টিগায় ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের লজ্জায় ডুবতে হলো সাকিব-তামিমদের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের শুরুর দিনে ৪৩ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। যা টেস্ট তো বটেই, যেকোনো ফরমেটে টাইগারদের সর্বনিম্ন রানে গুটিয়ে যাওয়ার লজ্জার রেকর্ড। এ ছাড়া টেস্ট ইতিহাসে এটা সর্বনিম্ন দশম স্কোর।

কাল টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে নেমে ১০ রান তুলতেই সাজঘরে ফিরে যান তামিম ইকবাল। এরপরই শুরু হয় সাজঘরে আসা-যাওয়ার মিছিল। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহরা কেউই উইকেটের লাগাম টেনে ধরতে পারেননি। এই জায়গায় ব্যতিক্রম শুধু লিটন দাশ। ৫৩ বলে ২৫ রানে আউট হয়েছেন তিনি।

সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হচ্ছেÑ এই লিটন ছাড়া বাংলাদেশের বাকি দশ ব্যাটসম্যানের একজনও দুই অঙ্ক ছুঁতে পারেননি। লিটন যেখানে করেছে ২৫, সেখানে বাকি দশজন মিলে করলেন ১৮ রান! ৫ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ধসিয়ে দিয়েছেন কেমার রোচ। যদিও পরে চোট নিয়ে মাঠ ছেড়েছেন তিনি।

এমন দুঃস্বপ্নের ম্যাচে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট খেলোয়ার মোহাম্মদ আশরাফুলকে ছুঁয়েছেন মুশফিকুর রহিম। কাল ক্যারিয়ারের ৬১তম টেস্টটা রীতিমতো দুঃস্বপ্ন উপহার দিয়েছে তাকে। দুই বলে শূন্য রানে ফিরেছেন। তার মতো কোনো রান না করে সাজঘরে ফিরে গেছেন অধিনায়ক সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ ও কামরুল হাসান রাব্বি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল অ্যান্টিগায় খেলতে নেমেই আশরাফুলের রেকর্ডে ভাগ বসান মুশফিক। এক যুগের ক্যারিয়ারে তিনি অনেক আগেই পেছনে ফেলেছেন তামিম (৫৫) ও সাকিবকে (৫২)।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist