নিজস্ব প্রতিবেদক

  ২২ জুন, ২০১৮

হেভিওয়েট প্রার্থীদের মনোনয়ন জমা

সিলেট, বরিশাল ও রাজশাহীতে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগ-বিএনপির ২৮ জন নেতা। এদের মধ্যে হেভিওয়েট প্রার্থী রয়েছেন প্রায় অর্ধডজন। আওয়ামী লীগের কামরান, সাদিক আবদুল্লাহসহ ১২ ও বিএনপির সরোয়ার, বুলবুল, আরিফ, কামালসহ ১৫ জন গতকাল বৃহস্পতিবার ঢাকায় নিজ নিজ দলীয় কার্যালয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন। এই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আছেন বর্তমান তিন মেয়র, বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, আরিফুল হক চৌধুরী ও আহসান হাবিব কামাল। এদিকে, গতকাল হঠাৎ করেই বরিশাল সিটিতে প্রার্থী হতে মনোনয়ন তুলে তা জমা দিয়েছেন সাবেক এমপি ও মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

গতকাল সিলেটে আওয়ামী লীগের বদর উদ্দিন আহমেদ কামরানসহ ছয়জন এবং বরিশালে সাদিক আবদুল্লাহসহ পাঁচজন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আর রাজশাহীর সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন গত বুধবারই মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

বরিশাল মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গতকাল মনোনয়ন ফরম জমা দেন ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে। এখানে সাদিক আবদুল্লাহ ছাড়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি খান আলতাফ হোসেন, মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মাহমুদুল হক খান মামুন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মীর আমিন উদ্দিন আহমদ দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সিলেটে কামরান ছাড়াও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, ফয়জুল আনোয়ার আলাউল, মো. আজাদুর রহমান আজাদ ও মো. মহিউদ্দিন আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। আজ শুক্রবার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত হবে দলের মেয়রপ্রার্থী।

এদিকে, এই তিন সিটিতে ধানের শীষ প্রতীক পেতে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান তিন মেয়রসহ ১৫ নেতা। রাজশাহীতে বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল, সিলেটে আরিফুল হক চৌধুরী ও বরিশালে আহসান হাবিব কামাল। তারা সবাই বর্তমান মেয়রের দায়িত্ব পালন করছেন। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে দলের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনোনয়নপত্র জমা দেন।

এরপর বরিশাল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ মনোনয়নপত্র জমা দেন।

দুপুরের পর বরিশাল সিটিতে বিএনপির মনোনয়নপত্র জমা দেন দক্ষিণ জেলা সভাপতি এবায়দুল হক চান, অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জিয়া উদ্দিন শিকদার, ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, সাবেক ছাত্রনেতা আলী হায়দার বাবুল। এই সিটিতে যুবদল নেতা আকন্দ বিপ্লব মনোনয়নপত্র কিনলেও তা জমা দেননি।

এ ছাড়া গুলশান অফিসে সিলেটের আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র জমা দেন। আর নয়াপল্টনে মনোনয়নপত্র জমা দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহসভাপতি প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী ও মহানগর নেতা ছালাহউদ্দিন রিমন, আবদুল কাইয়ুম জালালী পংক্কী।

পরে প্রার্থিতা চূড়ান্তে বিকেল ৫টা থেকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist