নিজস্ব প্রতিবেদক

  ০৩ জুন, ২০১৮

‘বন্দুকযুদ্ধে’ একরামের মৃত্যু খতিয়ে দেখা হবে : কাদের

মাদকবিরোধী অভিযানে কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নারীদের জন্য ‘দোলনচাঁপা’ বাসের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

চলমান মাদকবিরোধী অভিযানে শতাধিক মৃত্যুর ঘটনা নিয়ে ইতোমধ্যে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। টেকনাফের যুবলীগ নেতা একরামের পরিবার অভিযোগ করেছে, তাকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

একরামের মৃত্যু নিয়ে বিতর্ক চলমান মাদকবিরোধী অভিযানকে প্রশ্নের মুখোমুখি করল কি নাÑ সাংবাদিকদের এ প্রশ্নে কাদের বলেন, ‘একরাম আমাদের পার্টির একজন কর্মী। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বক্তব্য দিয়েছেন। এরপর আমার মনে হয় কিছু বলা উচিত নয়। তথ্য প্রমাণ ছাড়া আমি কিছু বলতে পারছি না। একরামুল হকের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যদি সে নিরাপরাধ হয় তাহলে দোষিদের আইনের আওতায় এনে বিচার করা হবে। কিন্তু যেই অপরাধী হোক না কেন, সরকার কাউকে ছাড় দেবে না।’

একরামের মৃত্যুর পেছনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল কাজ করেছে কি না- এই প্রশ্নে কাদের বলেন, ‘এখানে অভ্যন্তরীণ কোন্দলের আলামত আমরা পাইনি।’ তবে দুই-একটি ঘটনায় ভুল হলেও পুরো অভিযান প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করেন না কাদের।

তিনি বলেন, ‘আজকে যারা সমালোচনা করে এ অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা কিন্তু মাদক নিয়ে একটা কথাও উচ্চারণ করেন নাই।’

বেসরকারি প্রতিষ্ঠান র‌্যাংগস গ্রুপ রাজধানীতে নারীদের জন্য বাস সার্ভিস ‘দোলনচাঁপা’ চালু করেছে। বাসটি মিরপুর ১২ নম্বর থেকে ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান হয়ে মতিঝিল যাবে। অনুষ্ঠানে র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান আবদুর রউফ চৌধুরী, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ, র‌্যাংগস মটরসের ব্যবস্থাপনা পরিচালক সোহান রউফ চৌধুরী উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist