নিজস্ব প্রতিবেদক

  ২৩ মে, ২০১৮

বদির বিরুদ্ধে প্রমাণ আছে আরো দরকার

স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক বিক্রিতে কক্সবাজারের সংসদ সদস্য (উখিয়া-টেকনাফ) আবদুর রহমান বদির বিরুদ্ধে প্রমাণ আছে এবং আরো দরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মাদক বিক্রির প্রসঙ্গ এলেই বদির নাম আসে। তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেনÑ সচিবালয়ে নিজ দফতরে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা যেভাবে বলছেন, আমরা সেভাবে কাজ করছি। আমরা কাউকে ছাড় দিচ্ছি না। আইন সবার জন্য সমান। আমরা আইনের বাইরে কাউকে আশ্রয়-প্রশ্রয় দেই না। কেউ আইনের ঊর্ধ্বে নন। আপনারা সেটা নিশ্চিত থাকুন।’

বদির বিরুদ্ধে কি কোনো প্রমাণ নেই? একজন সাংবাদিকের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, ‘অবশ্যই আছে। তবে আমাদের আরো প্রমাণের দরকার। প্রমাণ না পেলে আমরা কারো কাছে যাচ্ছি না। আপনার কাছে যদি কিছু থাকে পাঠিয়ে দেবেন। সবার কাছে আহ্বান করছি, কারো বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে আমাদের কাছে পাঠিয়ে দিন। আমাদের কাছে যাদের প্রমাণ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।’

এ সময় তিনি আরো বলেন, ‘আপনারা যার (বদি) নাম বলেছেন তিনি একবার জেলে গেছেন, তার বিষয়ে আমরা জানার চেষ্টা করছি। আপনাদের কাছে তথ্য থাকলে আপনারাও তথ্য দিন।’

‘ইয়াবার রুট হিসেবে সারা দেশে এখন পরিচিত টেকনাফ। ২০১৪-১৫ সালের সকল গোয়েন্দা প্রতিবেদনে বদির নাম রয়েছে। এমন একটি কথার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কাউকে ছাড় দিচ্ছি নাÑ প্রথম কথা হলো এটি। সে বদি হোক, সংসদ সদস্য হোক, আর যেই হোক। শুধু বললেই তো হবে না! আমরা সঠিক প্রমাণটি যার বিরুদ্ধে পাচ্ছি, তাকেই অ্যারেস্ট করছি।’

প্রতিদিন সারা দেশ থেকে মাদকবিরোধী অভিযানে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ীদের নিহতের খবর আসছে। এমন একটি সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী সচিবালয়ে তার কার্যালয়ে গতকাল সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় মিলিত হন। সভায় উপস্থিত সাংবাদিকরা আবদুর রহমান বদি সম্পর্কে প্রশ্ন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। সেখানে প্রাসঙ্গিকভাবে বদির নাম আসে।

সাংবাদিকরা মন্ত্রীকে বলেন, মাদক বিক্রির প্রসঙ্গ এলেই সব সময় বদির নাম আসে, তার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? স্বরাষ্ট্রমন্ত্রী এরপর সাংবাদিকদের প্র্রশ্নের জবাব দেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সংসদ সদস্য বদির বিরুদ্ধে অভিযোগ আমাদের কাছে আছে। আমরা সেই অভিযোগগুলো সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছি। বদির বিরুদ্ধে অভিযোগ আছে, তথ্য-প্রমাণ নেই।’

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘দেশে কোনো ক্রশফায়ার হচ্ছে না, যা হচ্ছে বন্দুকযুদ্ধ।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist