আদালত প্রতিবেদক

  ১৪ মে, ২০১৮

নৌ অধিদফতরের প্রধান প্রকৌশলীর জামিন নামঞ্জুর

নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হককে ঘুষ নেওয়ার মামলায় জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল রোববার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কামরুল হোসেন মোল্লা উভয় প্রক্ষের শুনানি শেষে এই আদেশ দেন। নাজমুল হকের প্রক্ষে জামিন শুনানি করেন ঢাকা আইনজীবী সমিতির সভাপ্রতি গোলাম মোস্তফা খান এবং জামিনের বিরোধিতা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন। উভয় প্রক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করেন আদালত। গত ৩ মে দুদকের আইনজীবী জামিন শুনানির জন্য প্রস্তুত না থাকায় ঢাকা মহানগর দায়রা জজের বিচারক জামিন শুনানি পিছিয়ে এ দিন ধার্য করেন।

গত ১২ এপ্রিল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন হোটেল থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। দুদক সূত্রে জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুদককে অবহিত করেন। এরপর দুদক সব বিধিবিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের প্ররিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়। এর অংশ হিসেবে গত বৃহস্পতিবার বিকেল পৌনে ৬টায় ঘুষের টাকার কিস্তি বাবদ পাঁচ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে যখন নাজমুল হক নিচ্ছিলেন, তখন ওত পেতে থাকা দুদকের বিশেষ দলের সদস্যরা ঘুষের টাকাসহ তাকে গ্রেফতার করে। রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে মামলা করেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist