নিজস্ব প্রতিবেদক

  ১৩ মে, ২০১৮

বিশ্ব মা দিবস আজ

‘রত্নাগর্ভা’ পাচ্ছেন সফল ৫০ নারী

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ ৫০ সফল মাকে দেওয়া হচ্ছে আজাদ প্রডাক্টস প্রবর্তিত ‘রতœগর্ভা মা পুরস্কার-২০১৮’। গতকাল শনিবার রাজধানীর পল্টনে আজাদ সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে আজাদ প্রডাক্টসের কর্ণধার আবুল কালাম আজাদ পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। তিনি বলেন, ‘রতœগর্ভা এ মায়েরা সমাজে তাদের সন্তানদের সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার নিপুণ স্থপতি। এ আয়োজন যদি একজন মাকেও রতœগর্ভা হতে অনুপ্রাণিত করে, তবে আমাদের উদ্দেশ্য সার্থক হবে।’

সংবাদ সম্মেলনে আবুল কালাম আজাদ জানান, চলতি বছর রেকর্ডসংখ্যক আবেদন পাওয়া গেছে। এবার অন্যান্য বছরের তুলনায় বেশিসংখ্যক মাকে রতœগর্ভা হিসেবে পুরস্কৃত করা হচ্ছে। সাধারণ ক্যাটাগরিতে ২৫ ও বিশেষ ক্যাটাগরিতে ২৫ জন এ পুরস্কার পাচ্ছেন। এ ছাড়া একজন বাবাকে দেওয়া হচ্ছে ‘মাই ড্যাড ওয়ান্ডারফুল অ্যাওয়ার্ড’। এ পুরস্কার পাচ্ছেন মুস্তাফা জামান আব্বাসী।

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। আজাদ প্রডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ্ আবু সায়ীদ। বিশেষ অতিথি থাকবেন মোহাম্মাদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রুবানা হক।

সাধারণ ক্যাটাগরিতে ২৫ পুরস্কৃত মা হচ্ছেন- ফিরোজা সুলতানা রশীদ, আনোয়ারা বেগম, সুরাইয়া বেগম, মাহবুবা ইসলাম, জাহানারা বেগম, শিরিন সুলতানা, কামরুজ্জাহান রেখা, নিলুফার বেগম, রহিমা ইসলাম, সামছুন্নাহার খানম, শিরিন চৌধুরী, নফছুন নাহার হাবিবা, হাজী চেমন আরা বেগম, নুরজাহান বেগম, সখিনা খাতুন, মঞ্জু বিশ্বাস, রহিমা খাতুন চৌধুরী, মমতাজ বেগম, আমেনা আফতাব, দিলওয়ারা বেগম, লায়লা বেগম, সাহিনা কবির নার্গিস, নিলুফার সুলতানা, হোসনে আরা রহমান, ড. নীলুফার মতিন।

বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছেন ২৫ জন। তারা হলেন- সারোয়ার জাহান, লুৎফে আরা রশীদ, লুৎফুন নাহার বেগম, ফেরদৌসী ইসলাম, সাইদা মঞ্জুর, সেলিনা মোহসীন, হাজী শাকুরা বেগম, শামসুন নাহার বেগম, রোমানা খাতুন, হালিমা হোসাইন, সৈয়দা মাহমুদা খাতুন, গুলশান আরা বেগম, আতফা বেগম, প্রফেসর দেলোয়ারা বেগম, মাহফুজা রহমান খান, প্রতিভা বড়ুয়া, কল্পনা বড়ুয়া, খোরশেদা খানম, হুসনে জাহান, সৈয়দা বিলকিস বানু, হেমলতা দাশ, দিলরুবা আহমেদ, প্রফেসর হাজেরা নজরুল, আখতার আরা বেগম, খানম শামসি আহমদ এবং শামসুন নাহার বেগম পারুল।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist