চট্টগ্রাম ব্যুরো

  ০৬ মে, ২০১৮

পাহাড়ে অশান্তির পেছনে বিএনপি জামায়াত : কাদের

রাঙামাটিতে উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমা ও ইউপিডিএফ গণতান্ত্রিকের পাঁচ নেতাকর্মী নিহতের মাধ্যমে পাহাড়কে অশান্ত করার চেষ্টায় বিএনপি-জামায়াতের হাত আছে বলে ইঙ্গিত দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার দুপুরে নগরের এসএস খালেদ সড়কের লেডিস ক্লাবে নগর আওয়ামী লীগ আয়োজিত ‘তৃণমূলের বর্ধিত সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। সে সময় হঠাৎ করেই পাহাড়ে লাশের রাজনীতি শুরু হয়েছে। পাহাড়ে এই রক্তপাতের পেছনে বিএনপি-জামায়াত ঢুকে পড়ার ইঙ্গিত আমরা পেয়েছি। তারা কোটা সংস্কারে ঢুকেও ব্যর্থ হয়েছিল। সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।’

এদিকে নগর আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের সমস্যা সমাধানে এক মাসের সময় বেঁধে দিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘ওয়ার্ডগুলোতে দুটি করে কমিটি, কেন? অবিলম্বে এক করুন। ১৫টি থানায় পূর্ণাঙ্গ কমিটি নেই। কত দিন সময় দেব নাছির? এক মাস সময় দিলাম। ভেতরের সমস্যা এক মাসের মধ্যে ঠিক করে আমাকে জানাবেন। সহযোগী সংগঠনেরও অভ্যন্তরীণ সমস্যা মিটিয়ে ফেলতে হবে।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, ‘এখন আপনাদের টিমওয়ার্ক করতে হবে। একযোগে কাজ করতে হবে। এই গ্রুপ, সেই গ্রুপ, ঘরের ভেতর ঘর, মশারির মধ্যে মশারি এগুলো পরিহার করতে হবে। দলে কোনো সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, ধর্ম ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত করা যাবে না।’

তৃণমূল নেতাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাদের কথা শুনেছি। আপনারা যেসব কথা বলেছেন সেটা আমি যেমন জানি, তেমনি নেত্রীও জানেন। আপনাদের মনে কষ্ট-বেদনা থাকতে পারে। এগুলো প্রকাশ করার সুযোগ দিতে হবে। কর্মীরা যদি নেতাদের কাছে মনের কথা বলতে না পারে দলে হতাশা বিরাজ করে। পার্টি দুর্বল হয়। কেননা, তৃণমূলই আওয়ামী লীগের সত্যিকারের শক্তি।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় উদ্বোধনী বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম। সভায় বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, সাবেক মন্ত্রী ডা. আফসারুল আমিন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist